206470

কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন সংস্করণঃ- কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ ও এ সংক্রান্ত বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও বাংলা একাডেমিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চ্যানেল ২৪

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করেন আইনজীবী মনিরুজ্জামান রানা। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, সম্প্রতি কোকোকোলা তাদের বোতলে বাংলা শব্দ বিকৃত করে বাজারে পণ্য বিক্রি করছে। পাশাপাশি ভাষা বিকৃতি করে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে। তাই ভাষা বিকৃতি বন্ধ করে ওইসব কোকোকোলার বোতল বাজার থেকে সরিয়ে নিতে কোকোকোলার বোতলে বিকৃত বাংলা ভাষার ব্যবহার বন্ধ এবং তাদের প্রচারিত বিজ্ঞাপনটি বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.