206448

পারমাণবিক বোমার ট্রিগার টেপলে অন্তত ২০০ কোটি তো মরবেই

অনলাইন সংস্করণঃ- ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে হামলা পাল্টা হামলার শুরু হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগ দেখা দিয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ে, কারণ দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। নিরপরাধ মানুষ মরুক চাই না। জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হোক, ঠিক আছে। দু’ দেশ যেন একটি কাজ না করে, পারমাণবিক বোমার ট্রিগার যেন না টেপে। তাহলে উপমহাদেশের সবাই কিন্তু নিশ্চিত মরবে। অন্তত ২০০ কোটি তো মরবেই।’

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আর্মস কন্ট্রোল এসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের হাতে ১৩৫টি এবং পাকিস্তানের হাতে ১৪৫টি পারমাণবিক বোমা রয়েছে। অপরদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ। আর পাকিস্তানের অবস্থান ১৭তম।

উল্লেখ্য, ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার করে জঙ্গি গোষ্ঠী। এর জেরে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে বোমা হামলা করে ভারতের বিমান বাহিনী। এরপর দিন ভারতীয় ২ যুদ্ধ বিমানকে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের বিমানবাহিনী। এছাড়া একজন পাইলটকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র বিডিভিউঃ

পাঠকের মতামত

Comments are closed.