198966

শাকিব খানের কি দু’কূলই গেল ?

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। ঢালিউড এ সুপারস্টার বাংলাদেশ কাপিয়ে পাড়ি দিয়েছিলেন ওপার বাংলায়। টলিউডও কাপিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বেশ কয়েক মাস হল শাকিবের হাতে ঢাকাই ছবি থাকলেও নেই কলকাতার ছবি। তবে কি ওপারে বাজার হারালেন শাকিব?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে এমন প্রশ্নের উত্তর খুঁজেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা। ‘শাকিবের কি দু’কূলই গেল?’ এমন শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে পত্রিকাটি।

আনন্দবাজার লিখেছে, ‘‘ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান এ দেশে এসেছিলেন প্রযোজনা সংস্থা এসকে মুভিজ়ের হাত ধরেই। কিন্তু হঠাৎ তাদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউস এসভিএফ শাকিব খানের সঙ্গে একটি ছবির চুক্তি সই করে, ‘নকাব’।’’

পত্রিকাটি ‘নাকাব’ এর সূত্র ধরে আরও লিখে, ‘এ ছবির জন্য অভিনেতা পারিশ্রমিক পান প্রায় এক কোটি টাকা। যদিও সে ছবি নিয়ে অভিনেতা ও প্রযোজনা সংস্থার মধ্যে বিস্তর ঝামেলা হয় এবং ছবিও ফ্লপ করে। এর পর শাকিব আবার তাঁর পুরনো ঠিকানা এসকে-তেই ফিরতে চেয়েছিলেন। তবে সেখানেও তাঁকে এক কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে বলে দাবি করেন। সংস্থা পত্রপাঠ সে দাবি নাকচ করে। ফলে যা দাঁড়িয়েছে, তাতে শাকিবের এ দেশে বোধহয় দু’কূলই গেল!’’

উল্লেখ্য, যৌথ প্রজোজনার ছবি ‘শিকারি’ দিয়ে কলকাতায় অভিষেক হয় শাকিব খানের। ছবিটির বাংলাদেশি প্রযোজক ছিল জাজ মাল্টিমিডিয়া আর ভারতীয় প্রযোজক ছিল এসকে মুভিজ। প্রথম ছবিতেই শাকিব খান কলকাতার বাণিজ্যিক ছবির নায়ক জিৎ-দেবদের ভিত কাপিয়ে দিয়েছিলেন।

পাঠকের মতামত

Comments are closed.