198250

মুখে বল, মৃত্যুমুখ থেকে ফিরলেন ময়াঙ্ক, দেখুন ভিডিও

কেরিয়ারের প্রথম টেস্টেই মুগ্ধ করেছেন ভারতীয়দের। প্রথম ইনিংসে ভরসার ৭৬ করার পরে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের মাঝেও ময়াঙ্ক অগ্রবালের ব্যাট থেকে বেরিয়েছে ৪২ রান। দ্বিতীয় ইনিংসে ময়াঙ্কই ছিলেন সর্বোচ্চ স্কোরার। ভারতের ওপেনিং ধাঁধারও সমাধান করে দিচ্ছেন তিনি। লোকেশ রাহুল-মুরলী বিজয়ের ওপেনিং জুটি বারংবার ব্যর্থ হওয়ার পরে ময়াঙ্কের সঙ্গে হনুমা বিহারিকে ওপেন করতে নামানো হয়েছিল। সেই পরিবর্তন সফল।

এমন সফল ওপেনারই এবার গুরুতর চোট পেলেন শনিবার। সিলি পয়েন্টে ফিল্ডিং করার সময়ে মারাত্মক চোট পান তিনি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৩৯৯ রানের বড়সড় টার্গেট রাখে ভারত। সেই রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা।

যাই হোক, উসমান খোয়াজা যখন ব্যাট করছিলেন, তখন এক ওভারে বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময়েই সুইপ করে সজোরে বল হিট করেন খোয়াজা। সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা ময়াঙ্কের গলায় জোরে আঘাত লাগে। ঘটনার অভিঘাতে প্রাথমিক ভাবে বিহ্বল হয়ে পড়লেও আপাতত তিনি সুস্থ রয়েছেন। চোট লাগার সঙ্গে সঙ্গে ছুটে আসেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেরা। হেলমেট পড়ে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.