198224

কাদের খান হাসপাতালে

অনলাইন সংস্করণঃ- ছবলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে কানাডার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দ বাজার এর প্রতিবেদন অনুযায়ী, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় কাদের খানকে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তার মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৮১ বছর বয়সী এই তারকা।

নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তার শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। ফলে, ক্রমশ খারাপ হতে শুরু করেছে বলিউড অভিনেতার শারীরিক অবস্থা।

কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার।  সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তার ছেলে সরফরাজ। তবে অস্ত্রোপচার সফল হলেও, শারীরিক দুর্বলতা তো বটেই, থাকায় হাঁটাচলার ক্ষমতা একেবারে হারিয়ে ফেলেন কাদের খান।

সরফরাজের অভিযোগ, তার বাবাকে সবাই ভুলে গেছেন। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি।

১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের।  দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

পাঠকের মতামত

Comments are closed.