195336

নতুন মা-বাবা পেল ডাস্টবিনের নবজাতক

নতুন মা-বাবা পেল রাজধানীর মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতকটি।তাকে দত্তক নিয়েছেন একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চিকিৎসক স্ত্রী।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন কন্যা শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেন।

শিশুটির ভবিষ্যতের পথচলার বিষয়টি বিবেচনা করে ওই দম্পতি তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. বাচ্চু মিয়া পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, একটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চিকিৎসক স্ত্রী আদালত থেকে দত্তকের আদেশ নিয়ে এসেছিলেন। পরে ঢামেক কর্তৃপক্ষ চিকিৎসক ও পুলিশের উপস্থিতিতে ওই নবজাতককে তাদের হাতে তুলে দেন।

এর আগে গত ১২ মে ভোর পাঁচটার দিকে মোহাম্মদপুরে সিটি করপোরেশনের ঝাড়ুদার ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়।

পুলিশে খবর দিলে তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদপুরে আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নেয়া হয়।  poriborton

পাঠকের মতামত

Comments are closed.