195225

কু-কর্মের পর এবার যা করলেন ওয়ার্নার

বল টেম্পারিং-এর দায়ে এক বছরের জন্য নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক নিষিদ্ধ রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এমন নিষেধাজ্ঞা থেকে মূল্যবান শিক্ষা পেয়েছেন তিনি। কু-কর্মের পর প্রথম সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছিলেন ওয়ার্নার। বেশ কিছু দিন সব কিছু থেকে আড়ালে ছিলেন তিনি। দ্বিতীয়বার জনসম্মুখে এসে ওয়ার্নার বললেন, ‘এমন ঘটনায় মূলবান শিক্ষা আমি পেয়েছি। সেই সাথে মানুষের ভালোবাসা ও সমর্থন নতুন করে ভাবতে শিখিয়েছে।’

গেল মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং-এর সাথে জড়িত ছিলেন ওয়ার্নার। তরুন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের দিয়ে বল টেম্পারিং করান ওয়ার্নার ও তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর নিজেদের কু-কীর্তির কথা সংবাদ সম্মলনে অকপটে স্বীকার করেন তারা। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে নয় মাসের নিষিদ্ধ করে।

সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ হবার পর মাঠের বাইরেই রয়েছে স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফট। সবাই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এইতো, এক মাস যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে গত পরশু দেশের ফিরেছেন স্মিথ। এসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বল-টেম্পারিং ও নিজের বর্তমান অবস্থার কথা জানান স্মিথ।

অধিনায়কের পথ অনুসরণ করে এবার জনসম্মুখে আসলেন ওয়ার্নার। নিজ দেশে পরিবারের সাথে সময় কাটানো ওয়ার্নার এনটি নিউজকে বলেন, ‘মাঝে মধ্যে আমাদের সমাজে এমন কিছু ঘটে যা মানুষের জন্য খারাপ কিছু হয়ে দেখা দেয় এবং সমর্থনের প্রয়োজন হয়। আমার মনে হয়, আমি নিজে এই সমর্থন থেকে খুব গুরুত্ব¡পূর্ণ শিক্ষা পেয়েছি। কখনো কখনো আপনাকে পেছন ফিরে তাকাতে হয়, ভাবতে হয় এবং বিস্মিত হতে হয়। এ কারনে, মানুষ আপনাকে নিয়ে কতটা চিন্তা করে।’

নিষেধাজ্ঞার মধ্যে থাকায় পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন ওয়ার্নার। স্ত্রী ক্যান্ডিস ও মেয়ে আইভি-ইন্ডিকে নিয়ে দারুন সময় পার করছেন তিনি। এমনটাই জানালেন তিনি, ‘আমার মনে হয়, আমাদের বড় একটা ব্যাপার হলো রুটিনের মধ্যে থাকতে হয়। যেমন- ক্রিকেট, হোটেল, ব্যাগ গুছানো এবং বাড়িতে আসা। আমি ঐ রুটিন মিস করছি। তবে এখন পরিবারের সাথে সময় কাটানোটা দারুণ উপভোগ করছি।’

দুর্দান্ত জয়ে আশা বাঁচিয়ে রাখল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরের ৩৪তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে কোয়ালিফাইয়ারে খেলার আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই। ৯ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এসেছে মুম্বাই। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে পাঞ্জাব।

গত রাতে ইন্দোরে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মুম্বাই। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় পাঞ্চাব। ৬টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এছাড়া অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ১৫ বলে অপরাজিত ২৯ ও লোকেশ রাহুল ২৪ রান করেন।

জয়ের জন্য খেলতে নেমে শুরুটা ভালোই করে মুম্বাই। ওপেনার সুরিয়াকুমার যাদবের ৪২ বলে ৫৭ রানের সুবাদে লড়াইয়ে টিকে থাকে মুম্বাই। জয়ের জন্য শেষ ২৭ বলে ৫৬ রান প্রয়োজন পড়ে তাদের। শেষদিকে, দলের প্রয়োজন মিটিয়েছেন ক্রনাল পান্ডিয়া। ৪টি চার ও ২টি ছক্কায় ১২ বলে অপরাজিত ৩১ রান করেন তিনি। ১৫ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া উইকেটরক্ষক ইশান কিশান ১৯ বলে ২৫ ও হার্ডিক পান্ডিয়া ১৩ বলে ২৩ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন মুম্বাইয়ের সুরিয়া কুমার।

উৎসঃ নয়াদিগন্ত

পাঠকের মতামত

Comments are closed.