195124

ভারতীয় বিজ্ঞানীর অভূতপূর্ব আবিষ্কার ব্যাটারি ছাড়া চলবে মোবাইল

ডেস্ক রিপোর্ট  : মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া নিত্য নতুন কোনও ব্যাপার না। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পথ অনেক দিন ধরেই খোঁজা হচ্ছে। শেষমেশ হয়তো এই ঝামেলা থেকে মুক্তির রাস্তা খুঁজে ফেলেছে বিজ্ঞানীরা। সম্প্রতি এমন এক জিনিস আবিষ্কার হয়েছে যাতে চার্জার বা ব্যাটারি ছাড়া চলবে মোবাইল। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দীর্ঘদিনের চেষ্টার পর তৈরি করেছেন ব্যাটারিবিহীন মোবাইল ফোন।

ব্যাটারি ছাড়া কেমন করে মোবাইল চলবে, কীভাবে এটি আবিষ্কার করা হলো, তা নিয়ে একটি গবেষণাপত্রও প্রকাশ করেছেন তারা। ‘প্রসিডিংস অব দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি অন ইন্টার-অ্যাক্টিভ, মোবাইল, ওয়্যারেবল অ্যান্ড ইউবিকুইটাস টেকনোলজি’ নামে জার্নালে ১ জুলাই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, ব্যাটারি ছাড়া মোবাইল কাজ করবে আশপাশের আলোকতরঙ্গ বা রেডিও সিগন্যালের সাহায্যে। বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হবে না। একটি নমুনা (প্রোটোটাইপ) মোবাইল ফোন তৈরি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘এক্সসাম্পেল’ ফোনটি মাত্র তিন মাইক্রোওয়াট বিদ্যুৎ পেলেই কাজ করবে। ফলে এ জন্য চার্জারের প্রয়োজন হবে না।

ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ও গবেষকদলের সদস্য শ্যাম গোল্লাকোটা বলেছেন, ‘প্রথমবারের মতো আমরা এমন একটি মোবাইল আবিষ্কার করেছি, যা প্রায় জিরো পাওয়ার ব্যবহার করবে।’ তিনি আরো জানান, স্কাইপ-এর সাহায্যে এই মোবাইলে কল রিসিভ ও কনভারসেশন চালনো যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও গুগল ফ্যাকাল্টি রিসার্চ অ্যাওয়ার্ডসের ইনভেসমেন্টে ব্যাটারিবিহীন মোবাইল ফোন আবিষ্কারে গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, রেডিও সিগন্যাল থেকে শক্তি সঞ্চয় করে মোবাইলের বেস স্টেশন থেকে ৩১ ফুট দূরত্ব পর্যন্ত কথোপকথন করা যাবে। তবে আলোকতরঙ্গের সাহায্যে মোবাইলটি চললে, তা বেস স্টেশনের ৫০ ফুট দূরত্ব পর্যন্ত কাজ করবে।

পাঠকের মতামত

Comments are closed.