195113

নিউইয়র্কে ইহুদি নেতাদের সাথে গোপন বৈঠক করেছেন বিন সালমান!

ইসরাইলের চ্যানেল টেন বলছে, সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান নিউইয়র্কে ইহুদি সংগঠনগুলোর কয়েকজন নেতার সাথে সাক্ষাত করেছেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ফিলিস্তিনিদের আহ্বান জানাবেন তাদের সামনে পেশ করা প্রস্তাব গ্রহণ করে নিতে।গত ২৭ মার্চ ইহুদি নেতাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় আল জাজিরা।বৈঠকে মুহাম্মাদ বিন সালমান বলেন, অতীতে ফিলিস্তিনি নেতারা চুক্তির অসংখ্য সুযোগ হারিয়েছেন।

যে প্রস্তাবই দেয়া হয়েছে তারা তা প্রত্যাখ্যান করেছেন।ইবনে সালমান বলেন, এখন ফিলিস্তিনিদের সামনে যে প্রস্তাবই দেয়া হবে তাই তাদের গ্রহণ করতে হবে।চ্যানেলটি উল্লেখ করেছে, এই বৈঠকে মুহাম্মাদ ইবনে সালমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করেছেন।ক্রাউন প্রিন্স মুহাম্মাদ এই বৈঠকে আরও বলেছেন, ফিলিস্তিন সমস্যা তার সরকার বা জনগণের কাছে প্রধান সমস্যা নয়। তাদের কাছে প্রধান সমস্যা হলো ইরান।

উৎসঃ ourislam24

পাঠকের মতামত

Comments are closed.