194011

৭৬ বছর বয়সে চলে গেলেন বিজ্ঞানী স্টিফেন হকিং

৭৬ বছর বয়সে চলে গেলেন বিজ্ঞানী স্টিফেন হকিং। যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে তার পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বৃটিশ পদার্থ বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ক্যামব্রিজের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন জ্যের্তিবিজ্ঞানের অন্যতম প্রধান এই বিজ্ঞানী। হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম এর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে শোক জানিয়ে বলা হয়েছে, তিনি একজন মহান বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। যার কর্ম ও উদ্ভাবনী অনেক বছর ধরে বেঁচে থাকবে।আশির দশকে ‘ব্রিফ হিস্টরি অব টাইম’ লিখে খ্যাতির শীর্ষ পৌঁছে যান হকিং।

১৯৪২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্ম নেয়া হকিং কৈশোরে দূরারোগ্য স্নায়ূ রোগে আক্রান্ত হন। তবে তিনি তার সাহস ও ধৈর্য্য দিয়ে দূরারোগ্য ব্যাধিকে জয় করে– একের পর এক সাড়া জাগানো বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে।

পাঠকের মতামত

Comments are closed.