194006

স্বামীর অনুমতিতে বোন জামাইয়ের সঙ্গে হজে যাওয়া যাবে?

প্রশ্ন : আমি আমার স্বামীকে নিয়ে হজে যেতে চাই, কিন্তু তিনি রাজি হচ্ছেন না।

আমাকে তিনি হজে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি। আমার কি এভাবে হজে যাওয়া ঠিক হবে? আমার সাথে আমার ছোট বোনের জামাই, ছোট বোন আর আমার বোনের মেয়ের জামাই যাবে।

 

উত্তর : না, আপনি এখানে যাদের কথা উল্লেখ করেছেন, তাঁরা কেউই আপনার মাহরাম হিসেবে নেই। এমনকি আপনার বোনের মেয়ের জামাইও আপনার মাহরাম হতে পারবে না। তাই তাঁদের সাথে আপনি হজে যেতে পারবেন না।

পাঠকের মতামত

Comments are closed.