192603

ভালোবাসা দিবসে মেহজাবিন

 

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন ব্যস্ত সময় পার করছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটকের শুটিং নিয়ে। আসছে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটিকে ঘিরে আমাদের টিভি চ্যানেলগুলোও বিশেষ আয়োজন করে থাকে। সেই তালিকায় বরাবরই চ্যানেলগুলোতে এগিয়ে থাকে একক নাটক ও টেলিছবি। এদিকে একক নাটকে দর্শক পছন্দে মেহজাবিন শীর্ষে রয়েছেন বলা যায়। গেল বছরে ‘বড় ছেলে’ নাটকের পর
একক নাটকে তার প্রতি দর্শকের আগ্রহ অনেক বেড়েছে বলে জানান এই অভিনেত্রী।
এবারের ভালোবাসা দিবসের নাটকগুলোতেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন মেহজাবিন। ভালোবাসা দিবসের জন্য এরইমধ্যে এই অভিনেত্রী মিজানুর রহমান আরিয়ানের ‘আস্থা’, শিহাব শাহিনের ‘যদি তুমি বলো’, প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড’, মাবরুর রশিদের ‘বেকার ভালোবাসা’, মাহমুদুর রহমানের ‘ইচ্ছে খাম’ এবং হিমেল আশরাফের ‘সায়েন্স ভার্সেস আর্টস প্রেম যুদ্ধ’ নাটকে কাজ করেছেন। একক নাটকের ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, দর্শক এখন দীর্ঘ সময় কিছু দেখার মতো সময় নেয় না। একটি গল্পের শুরু দেখলে সেটির শেষ দেখতে চান। একক নাটকে দর্শক সেই সুযোগটি পান। এছাড়া একক নাটক থেকে দর্শকের প্রতিক্রিয়া সহজে জানা যায়। ধারাবাহিক নাটকে দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য অনেক সময় লাগে। আবার অনেক সময় দীর্ঘ ধারাবাহিকে শিল্পীর চরিত্রেও সমন্বয় থাকে না আজকাল। এই কারণগুলোর জন্যই আমার একক নাটকে কাজ
করা হয় বলতে পারি। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবিন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে মাহফুজ আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন। এরপর তিনি ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘আজও ভালোবাসি মনে মনে’ ও ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.