192599

কমেডি সিরিয়াল ‘জামাই কাণ্ড’

 

ডেস্ক রিপোর্ট: দীপ্ত টিভিতে শুরু হতে যাওয়া দীপ্ত কমেডি ফেস্টের ‘জামাই কাণ্ড’ প্রচারিত হচ্ছে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩০মিনিট টায় এবং রাত ৯ টায়। নাটকটি রচনা করেছেন বড়জাহান হোসেন ও পরিচালনা করেছেন শামীম জামান।

এতে অভিনয় করেছেন আরফান আহমেদ, আ.খ.ম হাসান, সাজু খাদেম, রহমত আলি, বন্যা মির্জা, নাবিলা ইসলাম, সানজিদা তন্ময়, শহিদুল্লা সবুজ এবং আরও অনেকে।

গল্পে দেখা যায়,আইনাল সাহেব গ্রামের খুবই কৃপণ ব্যক্তি। তার পরিবারে রয়েছে তিন মেয়ে এবং দুই ঘর জামাই। বড় জামাই ফজর আলি একই গ্রামের মজিবুর সাহেবের বড় ছেলে, সে ঘর জামাই হওয়াতে নিজের বাড়িতে যেতে পারেনা। ওপর দিকে মেঝো জামাই খুবই টাউট প্রকৃতির লোক। সে চায় শ্বশুর বাড়িকে নিজের বাড়ি করতে।
অপরদিকে আইনাল সাহেবের ছোট মেয়ের সাথে প্রেম আইনালের শত্রু মজিবুরের ছোট ছেলের সাথে। মজিবুর এই বিয়ে কখনো মেনে নেবেনা। তাই সে আইনালের ছোট মেয়ের সাথে ফ্রান্স প্রবাসী এক প্রতারক ছেলের বিয়ের প্লেন করে। বিয়ের পর সেই ছেলে বাড়িতে শুরু করে বেআদবি এবং অন্যায়। চলতে থাকে জামাই কাণ্ডের কমেডি ঘটনা।  সুত্র কালের কণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.