192541

হাতির সঙ্গে ২০ দিন

 

ডেস্ক রিপোর্ট: হাতির সঙ্গে ২০ দিন জঙ্গলে কাটালেন বাহুবলি সিনেমার ভিলেন খ্যাত অভিনেতা রানা দাগগুবতি। তার নতুন ছবি ‘হাতি মেরা সাথি’র জন্য এমনটা করলেন বলে জানান তিনি। খুব শিগগিরই নতুন এই ছবির শুটিংয়ে নামছেন বাহুবলি সিনেমার এই ভিলেন। ছবিটি একটি ট্রিবিউট ঘরানার চলচ্চিত্র। ১৯৭১ সালে এই নামে প্রথম একটি ছবি নির্মিত হয়। তাতে অভিনয় করেন রাজেশ খান্না আর তনুজা।
ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছিল। ছবিটিতে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমে রানা বলেন, আমি ছবিটির সঙ্গে মিশে যেতে চেয়েছি। তাই, বিষয়টিকে বাস্তবধর্মী করার জন্য আমি ২০ দিন জঙ্গলে কাটিয়েছি হাতির সঙ্গে। হাতিদের সঙ্গে পরিচিত হয়েছি, তাদের আচার-আচরণ সম্পর্কে জেনেছি। এই বিষয়টি আমাকে ছবিটিতে সঠিকভাবে অভিনয় করতে সাহায্য করবে বলে আমি মনে করি। ছবিটি কী আগেরটির মতো, না-কি কোনো পরিবর্তন আছে- এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, আমরা শুধু ছবিটির নাম ব্যবহার করেছি। ক্লাসিকটির সঙ্গে অন্য কোনো সংযুক্ত নেই বর্তমান নির্মিতব্য ছবিটির। এর কাহিনী থেকে শুরু করে অন্য সবকিছুই আলাদা। ছবিটি মানুষের সঙ্গে হাতির বন্ধুত্বের মতাদর্শের ওপর নির্মিত। তামিল পরিচালক প্রভু সলোমনের এটাই প্রথম হিন্দি ছবি। শুটিং শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে থাইল্যান্ডে। ইউনিটের সঙ্গে থাকবে ১৫-১৮টি হাতিও। একটানা শুটিং চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। আগামী দিওয়ালিতে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.