192545

ফেব্রুয়ারিজুড়ে বড় পর্দায় ভালোবাসার ছবি

 

ডেস্ক রিপোর্ট: আর কয়েকদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসকে ঘিরে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বড় পর্দায়ও থাকছে নতুন স্বাদের কাহিনী নিয়ে নির্মিত বেশকিছু ছবি। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ‘ভালো থেকো’। ‘দ্য অভি কথাচিত্র’-এর ব্যানারে এ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ। ছবিটি নিয়ে ‘দ্য অভি কথাচিত্র’-এর নির্বাহী প্রযোজক অভি মানবজমিনকে বলেন, ভালোবাসার গল্পের ছবি এটি। তাই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে শুক্রবার মুক্তি দেয়া হচ্ছে।
এরইমধ্যে ১১২টির মতো সিনেমা হল বুকিং হয়েছে। ছবিতে শুভ, তানহা, আসিফ ইমরোজ, তানিনসহ পুরো টিমই ভালো কাজ করেছে। তাই ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে এর পরের সপ্তাহে অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পাবে শাপলা মিডিয়ার ব্যানারে এবং উত্তম আকাশ পরিচালিত ছবি ‘আমি নেতা হবো’। এ ছবিতে শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ওমর সানী ও মৌসুমী অভিনয় করেছেন। এ ছবিটি নিয়ে উত্তম আকাশ বলেন, ছবির গানগুলো এরইমধ্যে দর্শকরা পছন্দ করেছে। থাইল্যান্ডের সুন্দর কিছু লোকেশনে এ ছবির দুটি গানের দৃশ্যায়ন হয়েছে। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। শাকিব খান এই মুহূর্তে অস্ট্রেলিয়া রয়েছেন। তিনি সেখান থেকে মুঠোফোনে বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিতে রাজনীতির বিষয়টি থাকলেও ভালোবাসার কমতি নেই। পরিবার, প্রেম, রাজনীতি সবই থাকছে এ ছবির কাহিনীতে। মিম বলেন, এরইমধ্যে এ ছবির গানগুলো দর্শক পছন্দ করেছে। নতুন বছরে প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে আমার। ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি আমার ও শাকিবের সব ভক্তরা সিনেমা হলে গিয়ে দেখুক এটাই চাওয়া। এদিকে একই তারিখে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘নূরজাহান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে মডেল-অভিনেত্রী পূজা চেরির। আর তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা আদৃত। ভারতের রাজ চক্রবর্তীর প্রোডাকশন ও অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘নূরজাহান’। এ ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এরইমধ্যে ছবিটি সেন্সরে জমা হয়েছে। এ ছবির অভিনেত্রী পূজা চেরি বলেন, এটি মূলত ফুল লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে। এ ছবির ‘সোনা বন্ধু’ ও ‘মন বলেছে’ শিরোনামের গান দুটি এরই মধ্যে দর্শকরা খুব পছন্দ করছেন। ছবিটি নিয়ে আমি আশাবাদী। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.