192532

ভ্যালেন্টাইন উপলক্ষে ‘শুধু তোমাকে’

 

ডেস্ক রিপোর্ট: কলকাতার গায়িকা মধুবন্তী বাগচী। প্লেব্যাক দিয়ে সুনাম কুড়িয়েছেন। ভালোবাসেন নজরুল সঙ্গীত গাইতে। দুই বাংলায়ই সমান জনপ্রিয় তিনি। এবার বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুয়েল মোর্শেদের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী। ভালোবাসা দিবসে রিলিজ করা হবে ‘শুধু তোমাকে’ শিরোনামের গানটি।

‘বোবা ল্যাম্পপোষ্ট মাতাল হাওয়া/ অগোছালো সুরে এ গান গাওয়া/ হাত বাড়িয়ে ছুঁতে চাওয়া, শুধু তোমাকে’- এমন মিষ্টি কথার গানটির কথা ও সুর করেছেন শাওন গানওয়ালা। সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন।

গান নিয়ে ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। রাজধানীর আশুলিয়া ও ধানমন্ডি লেকের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে এর শুটিং। গানের ভিডিওতে জুয়েল ও মধুবন্তীর সঙ্গে দেখা যাবে শিশুশিল্পী আভা ও জায়ানকে।

গানটি প্রসঙ্গে মধুবন্তী বলেন, আমি বেছে বেছে কাজ করি। ভালো গান পেলে গাই, নইলে গাই না।’শুধু তোমকে’ আমার পছন্দের একটি গান। গানটিতে দুই বাংলার সংগীতের প্রভাব রয়েছে। আশা করছি শ্রোতাদের কাছেই এটি সমাদৃত হবে।

জুয়েল মোর্শেদ বলেন, মধুবন্তী আমার পছন্দের শিল্পী। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে। এর ভিডিও ব্যতিক্রম গল্পে নির্মিত হয়েছে। যা দর্শক-শ্রোতাদের ছেলেবেলায় নিয়ে যাবে। মনে করিয়ে দেবে মধুর সব স্মৃতি।

ডিএমএস ভ্যালেন্টাইন উৎসব শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রকাশ করছে নতুন নতুন গান। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে ‘শুধু তোমাকে’।

গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ডিএমএস’র ওয়েব সাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে পাওয়া যাবে। সুত্র সমকাল

পাঠকের মতামত

Comments are closed.