192528

‘সিতারা’য় জাহিদ, বাবু ও রাইমা

 

ডেস্ক রিপোর্ট:কলকাতার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। এছাড়াও অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। ছবির নাম ‘সিতারা’। ধ্রুপদি লেখক আবুল বাশারের গল্প ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালনা করবেন আশীষ রায়। আজ থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, শুরুতে টানা ৩০ দিন শুটিং হবে তিস্তা নদীর দুর্গম চর এলাকায়। এদিকে এ ছবিতে জাহিদ, বাবু এবং রাইমা ছাড়াও অভিনয় করবেন ভারতের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’র ‘মামা বিজ্জলাদেবা’ চরিত্রের অভিনেতা এম নাসের। এর মাধ্যমে জাহিদ ও বাবু এবারই প্রথম ভারতের বাংলা ছবিতে অভিনয় করছেন। গতকাল
সকালে ভারতের কোচবিহারের উদ্দেশে রওনা দেন জাহিদ হাসান। ‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। এদিকে এ ছবিতে অভিনয় বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, আমি ১০ই ফেব্রুয়ারি কোচবিহার যাচ্ছি। ছবিতে আমি সিতারার স্বামী।
সীমান্তে চোরাচালান দলেরও একজন সদস্য। একসময় স্ত্রীকে মহাজনের কাছে রেখে চলে যাই। ছবিতে এই মহাজনের দ্বারা নানাভাবে নির্যাতিত হয় সিতারা। মূলত গল্পটি সিতারার সংগ্রাম নিয়ে। ছবিতে মহাজনের চরিত্রে অভিনয় করছেন এম নাসের। এই ছবির সংগীত পরিচালক ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তার মৃত্যুর পর
এখন ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। অনেক আগেই ছবির গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। তবে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে মাস খানেক আগে।   সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.