189440

চলচ্চিত্রে চার দশক উদযাপনে ইলিয়াস কাঞ্চনের গেট টুগেদার

 

ডেস্ক রিপোর্ট :  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিরসবুজ নায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ৩১শে ডিসেম্বর তিনি অভিনয় জীবনের চার দশক পূর্ণ করবেন। সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। ১৯৭৭ সালের ২৬শে মার্চ তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সে বছরই ৩১শে ডিসেম্বর ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা।
৩৫০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন বলেন, এই গেট টুগেদারের আয়োজন করতে গিয়ে দেখলাম যে দু’জন মানুষ আমাকে সন্তানের মতো স্নেহ করতেন সুভাষ দত্ত এবং দারাশিকো। তারা আজ এই পৃথিবীতে নেই। নেই আমার প্রিয় পরিচালক শিবলী সাদিক, মান্নান সরকার, আলমগীর কবির, মমতাজ আলী, তোজাম্মেল হক বকুলসহ আরো বেশ ক’জন। নেই আমার শ্রদ্ধেয় বড় ভাই নায়করাজ রাজ্জাক। এমন আরো অনেকে। নীরবে ভেবে ভেবে কষ্ট পেলাম। তারপরও যারা আছেন তাদের নিয়ে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আশা করি এ আয়োজনে প্রিয় মুখগুলোর দেখা পাবো। নায়িকা হিসেবে কাঞ্চন তার বিপরীতে সবচেয়ে বেশি পেয়েছেন চম্পা, দিতি ও অঞ্জু ঘোষকে। ইলিয়াস কাঞ্চন যৌথভাবে প্রথম প্রযোজনা করেন ‘সর্পরানী’ ও ‘বোনের মতো বোন’ চলচ্চিত্র দুটি। এরপর তিনি এককভাবে প্রযোজনা করেন ‘বাদশা ভাই’, ‘মাটির কসম’, ‘খুনী আসামী’, ‘বদসুরত’, ‘বাঁচার লড়াই’, ‘মুন্না মাস্তান’ ইত্যাদি। ইলিয়াস কাঞ্চন ‘বাবা আমার বাবা’ এবং ‘মায়ের স্বপ্ন’ নামে দুটি ছবি পরিচালনা করেন।  সূত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.