189443

একটুও ফুরসত নেই

 

ডেস্ক রিপোর্ট :  কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা শিল্পকলা একাডেমি এবং বরিশাল। গত কয়েকদিনের শিডিউলটা ছিল এমনই। এসব জায়গায় স্টেজ শো নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করেছেন শাহনাজ বেলী। শুধু এ জায়গাগুলোই নয়, প্রায় প্রতিদিনই স্টেজ শো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এ জনপ্রিয় ফোক শিল্পী। এরই মধ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু ফোক গান উপহার দিয়েছেন এ শিল্পী। ক্যারিয়ারের শুরু থেকেই স্টেজেও ব্যস্ত সময় পার করছেন।
মাটির গান, শেকড়ের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে শো করেছেন তিনি। এদিকে সম্প্রতি রাধারমনের গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন শাহনাজ বেলী। তবে কবে সেটি প্রকাশ করবেন সেটি নির্ধারণ করেননি। কারণ, এখন টানা স্টেজ ব্যস্ততা যাচ্ছে তার। একটুও ফুরসত নেই। দেশের বিভিন্ন জায়গায় শো করছেন নিয়মিত। স্টেজ ব্যস্ততাটা শেষ হলেই অ্যালবাম প্রকাশের বিষয়টি পাকাপাকি করবেন। এ প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, আসলে এখন শীত মৌসুম চলছে। সারা দেশেই স্টেজ শোর আয়োজন হচ্ছে। আর আমি নিজেকে মাটি ও মানুষের শিল্পী মনে করি। শ্রোতারাও সেটাই ভাবেন। তাই তাদেরকে গান শোনানের জন্য ছুটে যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। এই টানা ব্যস্ততা চলবে আরও প্রায় তিন মাস। যদিও টানা এভাবে কাজ করাটা একটু কষ্টের। তবে তারপরও আমি বেশ উপভোগও করছি। কারণ, আমার জন্মইতো হয়েছে গান গাওয়ার জন্য। সেই কাজটা এখন ভালোভাবে করতে পারছি।
এদিকে অ্যালবাম প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, আমি রাধারমনের অ্যালবামের কাজ শেষ করে রেখেছি। স্টেজ ব্যস্ততাটা কমলেই এটা প্রকাশ করবো। আর এর বাইরে ফোক গানের একটি অ্যালবাম করবো। সেটা হবে মৌলিক গানের। আর লালনের গান নিয়েও একটি অ্যালবাম করবো। আশা করছি এ সবই নতুন বছরে শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। সূত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.