188860

মোদীর মিমিক্রিতে না চ্যানেল কর্তৃপক্ষের, ক্ষুব্ধ কমেডিয়ান

মোদীকে নকল করে অডিশন ভিডিও রেকর্ড করেছিলেন। তাও আবার নোট বাতিলের ঘোষণাকে ব্যঙ্গ করে। সে কারণেই তা সম্প্রচার করা হয়নি। জনপ্রিয় টেলভিশন চ্যানেল স্টার প্লাস-এর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর প্রতিযোগী শ্যাম রঙ্গিলা।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া নিজের সাক্ষাৎকারে শ্যাম জানান, প্রতিযোগিতার জন্য অডিশন দিতে হয়নি তাঁকে। শোয়ের তরফ থেকেই তাঁকে ফোন করে ডাকা হয় প্রতিযোগিতায় অংশ নিতে। অনেক খেটে স্ক্রিপ্টও তৈরি করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর নকল করতে বেশ ভাল পারেন তিনি। তাই করেছিলেন নিজের ভিডিও ক্লিপে। তার পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে বিচারক অক্ষয় কুমার আবার ব্যাকস্টেজে নিয়ে গিয়ে তাঁকে অভিনয় করতে বলেন। সেখানে ‘গোলমাল এগেইন’-এর কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

কিন্তু অভিযোগ, সম্প্রচারের আগে তাঁকে জানিয়ে দেওয়া হয় এটি প্রকাশ্যে আনা যাবে না। প্রধানমন্ত্রীকে নকল করে কিছু করা যাবে না। এতে অনেকে ক্ষুব্ধ হতে পারেন। তবে শ্যামের স্ক্রিপ্টে রাহুল গান্ধীকে রাখা যেতে পারে। কিন্তু পরে তাও রাখতে মানা করা হয়। আর নতুন স্ক্রিপ্ট তৈরির জন্য মাত্র দুই দিন সময় দেওয়া হয় তাঁকে। বাকি প্রতিযোগীরা একমাস সময় পেয়েছিলেন নিজের পারফরম্যান্স তৈরি করার জন্য। এরপরও পারফর্ম করেছিলেন শ্যাম। তবে খুব বেশিদিন শোয়ে থাকতে পারেননি। শো থেকে বেরিয়েও খেদ ছিল না শ্যামের। ভেবেছিলেন নতুন করে শুরু করবেন। আচমকা নিজের প্রথম অডিশনের ভিডিওটি নেটে দেখতে পান তিনি। যাতে তিনি প্রধানমন্ত্রীকে নকল করে করেছিলেন। পেয়ে তা শেয়ারও করেছিলেন শ্যাম। তবে কমেডিয়ানের অভিযোগ, চ্যানেল থেকে ফোন করে তা ডিলিট করতে বলা হয় তাঁকে। কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয় ক্লিপটি। আর এবারে কোনও আপস করতে চান না শ্যাম। তাই এবার চ্যানেলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.