183591

Jokes

‘ছাত্রজীবন’ রচনা

সজল সরকার

স্কুলের পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদতে আরম্ভ করল।

শিক্ষকঃ এই মেয়ে, তুমি কাঁদছ কেন?

ছাত্রীঃ স্যার, আমার রচনা কমন পড়েনি।

শিক্ষকঃ কেন? কী রচনা এসেছে?

ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে !

ভবিষ্যত জানা

এক শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিলেন ভবিষ্যত সম্পর্কে। শিক্ষক ছাত্রদের বলছিলেন ‘কেউ ভবিষ্যত বলতে পারে না।’ হঠাৎ বল্টু নামের এক ছাত্র হাত তুলে বললঃ স্যার আমি তো পারি।

শিক্ষকঃ এটা তো সম্ভব নয়, বাবা।

বল্টুঃ কেন সম্ভব নয় স্যার, আমি তো নিশ্চিত জানি আজকে আমার কী হবে?

শিক্ষকঃ আজ তোমার কী হবে? আর কীভাবেই বা তুমি নিশ্চিত হলে?

বল্টুঃ এর আগে যতবার রেজাল্ট নিয়ে বাসায় ফিরেছি ততবারই মা-বাবার হাতে উত্তম-মধ্যম খেয়েছি। সুতরাং আজকেও তা-ই হবে !

পাঠকের মতামত

Comments are closed.