183557

ইরানের ‘গুহা গ্রাম’ !

সজল সরকার: প্রায় ১০ হাজার বছরেরও বেশি পুরোনো আমলের গ্রহা গ্রাম ‘মেমন্ড’ এখনও ইরানের পাথর যুগের ইতিহাস বহন করছে। ইউনেস্কো এ গ্রামকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইরানের রাজধানী তেহরান থেকে ৯শ কিলোমিটার দক্ষিণে মেমন্ড গ্রাম ইরানের সবচেয়ে পুরোনো গ্রাম যা এখনও টিকে আছে। মনে করা হয় প্রাচীনকালের পরবর্তী সময়ে এই গ্রামে প্রায় ২ হাজার বছর ধরে জনবসতি শুরু হয়েছে। মেমন্ড গ্রাম এ উপত্যকায় অবস্থিত সেখানকার আবহাওয়া অদ্ভুদ ধরণের। এখানে শীতের সময় খুব ঠান্ডা পড়ে এবং গরমের সময় প্রচন্ড গরম পড়ে। এ আবহাওয়ার জন্য এখানে একেক মৌসুমে একেক ধরণের বসতি গড়ে উঠে। গরম ও হেমন্তকালে তারা গরমের তাপ থেকে মুক্তি পেতে ঘাসযুক্ত গুহাতে অবস্থান করে এবং শীতের সময় সূর্যের মুখে গুহাতে অবস্থান করে।

মেমন্ড গ্রামের গুহাগুলো তৈরী হয়েছিল ১০ হাজার বছরেরও বেশি পূর্বে। তখনকার তৈরী গুহাগুলোর মধ্যে এখনও ৯০টির মত গুহা পুরোপুরি ঠিক রয়েছে। গুহার বাড়িগুলো এক একটি ৭টি কক্ষবিশিষ্ট, তবে বাড়ি ভেদে এর ভিন্নতাও রয়েছে। গুহাগ্রাম হলেও এখানে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। গুহা-বাড়িতে এখন বৈদ্যতিক আলো জ্বলে এবং গরমে চলে বৈদ্যতিক পাখা।

মেমন্ডের গুহা প্রাচীণকালে একটি মন্দির হিসাবে ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। ৭ম শতাব্দীতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মেমন্ডেও ইসলাম ধর্মের রীতি নীতি প্রতিষ্ঠিত হয়। এখানকার বাড়ির কতগুলো এখন বসতবাড়ি হিসাবে আছে এবং বাকীগুলো মসজিদ হিসাবে ব্যবহৃত হয়।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.