182938

কমিউনিক এশিয়া ২০১৭-য় বাণিজ্যের পাশাপাশি জীবনযাত্রায় প্রযুক্তির প্রয়োজনীয়তা বোঝাল ভারতীয় সংস্থা

তথ্য ও যোগাযোগ শিল্পে কমিউনিক এশিয়া অনেক বড় প্ল্যাটফর্ম ৷ এবছর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে আয়োজিত হয়েছে এই ইভেন্ট ৷ মঙ্গলবার ২৩মে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলেছে ২৫ মে পর্যন্ত ৷ তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিয়েছে ভারতীয় সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিসও ৷ ডেটা অ্যানালেটিকস এবং ডিজিটাল মার্কেটিং-এ এই সংস্থার যথেষ্ট সুনাম রয়েছে ৷ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ICT Industry-র ক্ষেত্রে কমিউনিক এশিয়া অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম ৷ নতুন নতুন প্রযুক্তির শো-কেস করা হয়ছে সিঙ্গাপুরে আয়োজিত এই তিন দিনের ইভেন্টে ৷

ইন্টারনেট অফ থিংস (IoT), M2M, মোবাইল অ্যাপস এবং আরও নানা বিষয়ের নতুন নতুন প্রযুক্তিগুলি তুলে ধরেছে ভারতীয় সংস্থা ৷ ব্যবসা-বাণিজ্যে কীভাবে এই প্রযুক্তিগুলি অত্যন্ত সহায়ক সেটা অতিথিদের কাছে তুলে ধরাই ভারতীয় সংস্থা ইন্ডাস নেট টেকনোলজি উদ্দেশ্য ছিল ৷ সংস্থার সিইও অভিষেক রুংতা জানান, ‘‘ ইন্ডাস্ট্রির চিত্রটা প্রতিদিনই বদলাচ্ছে ৷ এখন প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন প্রযুক্তিগুলি আয়ত্তে আনা এবং নিজেকে আপগ্রেড করা অত্যন্ত প্রয়োজন ৷ নতুন নতুন বিষয়গুলি অন্যদের সঙ্গে শেয়ার করাও অত্যন্ত প্রয়োজন ৷ কমিউনিক এশিয়া এসবের জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম ৷ ’’
কমিউনিক এশিয়াতে এবছর ব্রডব্যান্ড সার্ভিস, ক্লাউড কম্পিউটিং সার্ভিস, কানেকশন, কানেক্টেড ডিভাইস, কানেক্টেড হোম ডিভাইস, কন্টেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট, মোবাইল মার্কেটিং সার্ভিস, মোবাইল অ্যাপলিকেশন ও সার্ভিস, স্মার্ট ফোন, স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি নানাধরণের প্রডাক্টের শো-কেস হয়েছে ৷

পাঠকের মতামত

Comments are closed.