182941

এবার ডি আর এসের প্রস্তাব টি-টোয়েন্টিতেও

টেস্ট এবং ওয়ান ডে-তে ডিআরএস-এর ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড রিভিউ ব্যবহার নিয়ে অতীতে রাজি না থাকলেও পরবর্তীকালে ম্যাচে এই প্রযুক্তি ব্যবহারে সম্মতি জানিয়েছে ৷ এবার আন্তর্জাতিক টি২০-তেও ডিআরএস ব্যবহারের চিন্তাভাবনা করছে আইসিসি ৷

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি বৃহস্পতিবার বেশ কয়েকটা সুপারিশ করেছে। যার মধ্যে অন্যতম হল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ডিআরএস শুরু করার বিষয়টা। একই সঙ্গে বলা হয়েছে, টেস্ট ক্রিকেটকে আরও গুরুত্ব দিতে। ক্রিকেটকে অলিম্পিকের সঙ্গে যুক্ত করাও এখন অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে ৷ একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার ব্যাপারেও প্রস্তাব দিয়েছে কমিটি ৷

ডিআরএস ব্যবহারে যেমন ফিল্ড আম্পায়ারদের ক্ষমতা কমানো হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ শোনা যায় ৷ তাই মাঠের আম্পায়রদের ক্ষমতা আরও বাড়ানোর পক্ষে কুম্বলের কমিটি ৷ মাঠে কোনও ক্রিকেটার অভব্য আচরণ করলে তাঁকে তখনই মাঠের বাইরে বের করে দেওয়ার ক্ষমতা আম্পায়ারের থাকা উচিৎ বলে প্রস্তাব দিয়েছে এই কমিটি ৷

পাঠকের মতামত

Comments are closed.