182671

পরিচালকের বিরুদ্ধে মামলা করল নীরজার পরিবার

বিমান সেবিকা নীরজার জীবন কাহিনি নিয়ে তৈরি সোনম কাপুরের ‘নীরজা’ ছবিটি শুধু বক্স অফিসে সাফল্য নয়, নানা পুরস্কারেও সম্মানিত হয়েছে ৷ এমনকী, এ বছর সেরা হিন্দি ছবির পুরস্কারও জিতে নিয়েছে সোনমের নীরজা ৷ কিন্তু বাস্তবের নীরজার পরিবার মোটেই খুশি নয়, ছবির পরিচালক রাম মাধবনি-র ওপর ৷

নীরজার ভাই অনিশ ভানুত সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘নীরজার সাফল্যের জন্য আমরাও খুশি ৷ আমার বোনের জীবনী বিশ্বের মানুষের কাছে পৌঁছে গিয়েছে, তার জন্য ধন্যবাদ ৷ কিন্তু নীরজার প্রযোজক, পরিচালক জানিয়েছিলেন ছবির সাফল্যের অন্তত ১০ শতাংশ লাভের অঙ্ক আমাদের পরিবারকে দেবেন ৷ কিন্তু এখনও অবধি কিছুই হয়নি ৷’

অন্যদিকে নীরজা ছবির পরিচালক ও প্রযোজক এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি ৷

বক্স অফিসে জবরদস্ত হিট ৷ সমালোচক থেকে দর্শক ‘নীরজা’র প্রশংসায় পঞ্চমুখ৷ তাই তো ‘নীরজা’কে নিয়ে ভবিষ্যত পরিকল্পনায় ব্যস্ত ছবির টিম ৷ সম্প্রতি ছবির পরিচালক রাম মাধবনি জানিয়েছেন, ‘নীরজা শুধু সিনেমা নয়, এই ছবি জীবন বাঁচার নতুন মন্ত্র শেখায় ৷ আসল শিক্ষিত করে তোলে মানুষকে ৷ তাই এই ছবি গোটা বিশ্বের কাছে পৌঁছে যাওয়া দরকার ৷’ রাম মাধবনি জানান, অস্কারে নিয়ে যেতে চান ‘নীরজা’ ছবিকে ৷ পরের বছর ‘নীরজা’ যেন হয় অস্কারে ভারতের ছবি, আপাতত সেই প্ল্যানিংয়েই ব্যস্ত ছবির টিম ৷

‘নীরজা’ মুক্তি পাবে টাইওয়ান, সিঙ্গাপুর, জাপন ও চীনে ৷ আপাতত, বিদেশে ছবির রিলিজ নিয়েই চলছে তুমুল ব্যস্ততা ৷

পাঠকের মতামত

Comments are closed.