182629

চীনের আইনজীবী উধাও

সজল সরকার: ২০১৫ সালে চীনে ওয়াং কুয়ানঝং নামের এক আইনজীবিকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় ওয়াং কুয়ানঝং শুধু একাই নয় আরও ২শ জন আইনজীবী ও মানবাধিকার কর্মীকে ধরে নেওয়া হয়। ২০১৫ সালের আগস্ট মাসে গ্রেফতারের পর এখন পর্যন্ত সবার কোন না কোন খবর পাওয়া গেলেও আইনজীবী ওয়াং কুয়ানঝংয়ের কোন খবর পাওয়া যায়নি। ওয়াং কুয়ানঝংয়ের স্ত্রী লি ওয়েনজু বলেন, ‘আমার স্বামী কোথায় আছে, আদৌ সে কি জীবিত আছে নাকি মারা গেছে তার কিছুই জানি না আমি। আমাদের চোখের সামনে থেকে সে উঠাও হয়ে গেল এবং এখন পর্যন্ত তার কোন খবরই পেলাম না, এটা খুবই ভয়ংকর এবং পাশবিক।’

চীনের একনায়ক নীতিতে বাক স্বাধীনতা ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে চরম মূল্য দিতে হয়। প্রেসিডেন্ট জি জিনপিং ২০১৫ সালের জুলাই মাসে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যাপক ধরপাকরের আদেশ দেন। তখন থেকে অনেক নাগরিককেই কারা বরণ করতে হয়েছে এবং তার চেয়েও অনেক বেশি লোকজনকে তদন্তের আওতায় আনা হয়েছে।

ওয়াং কুয়ানঝংয়ের স্ত্রী বলেন, ‘আমি তার জন্য কোন আইনজীবিও নিয়োগ করতে পারছি না। তাকে যদি কোথাও বন্দী রাখা হয় সে কারও সঙ্গে দেখা করা বা কথা বলতে পারছে না। মানবাধিকারের কোন কিছুই সে পাচ্ছে না।’ ওয়াং কুয়ানঝংয়ের স্ত্রীর মত অনেক ভুক্তভোগীরাই মনে করছেন যাদের বিনা অপরাধে আটকে রাখা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না কারণ বাহিরে এলে তারা প্রশাসনের অনেক কিছুই ফাঁস করে দেবে।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.