182403

দরজায় আটকে আঙুল, যাত্রী ছুটলো ট্রেনের সঙ্গে (ভিডিও)

নূসরাত জাহান: মেট্রো ট্রেন থেকে সবে মাত্র নেমেছেন তিনি। এরই মধ্যে দরজা বন্ধ হয়ে গেল এবং চলতে শুরু করলো। তাতেই ঘটলো বিপত্তি। কারণ এই ব্যক্তি একটা আঙুল আটকে গিয়েছিল দরজার মধ্যে। সম্প্রতি চীনের মেট্রো রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। যাই হোক অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন ওই ব্যক্তি।

এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তি খুব তাড়াহুড়ো করে নেমেছিলেন। নামার সময় তার একটি আঙুল দরজায় আটকে যায়, এটা তিনি খেয়াল করেননি। এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এ ঘটনার ভিডিও ধারণ করেন। তাতে দেখা গেছে, ট্রেনের ভেতর থাকা যাত্রীরা ওই ব্যক্তিকে সাহায্য করতে চাইছেন। তাার ট্রেন থামানোর জন্য চেষ্টা করছিলেন। আর ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছেন। সৌভাগ্য ক্রমে কোনো রকম আঘাত ছাড়াই ওই ব্যক্তি তার আঙুল ছাড়িয়ে নিতে পারেন।

ফেসবুকে ভিডিওটি ভাইরালও হয়ে যায় পরে। এটি দেখার পর নেটিজেনস নামে চীনের এক নাগরিক লিখেছেন, বিষয়টা খুবই উদ্বেগজনক। ট্রেনের চলাচল পদ্ধতি অব্যশই পরিবর্তন করা উচিত। না হলে এ ধরনের আরো দুর্ঘটনা ঘটতে পারে।

দা সু নামে একজন লিখেছেন, ‘ট্রেনের ভেতর অ্যালার্ট করার একটা সিস্টেম রাখা জরুরি। আর দরজা ঠিক মতো বন্ধ না হওয়া পর্যন্ত ট্রেনের চলাচল করা উচিত নয়।’

অ্যারন বার্টন নামে একজন লিখেছেন, ‘সৌভাগ্যক্রমে ওই ব্যক্তি তার আঙুল ছাড়িয়ে নিতে পেরেছেন। কিন্তু এ থেকে বড় ধরনের দুর্ঘটনাও তো হতে পারতো।’

উইলিয়াম চ্যান নামে একজন লিখেছৈন, ‘ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা এবং ওই ব্যক্তি অসতর্কতা দুটোই এ ঘটনার জন্য দায়ী।

https://youtu.be/M3CRUwkUH_E

’ সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.