182370

শ্বাসতন্ত্রে সংক্রমণ বাড়ায় হৃদরোগের ঝুঁকি

নূসরাত জাহান: শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে হার্ট অ্যাটকের ঝুঁকি ১৭ গুণ বাড়িয়ে দেয়। ইন্টারনাল মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউনিভারসিটি অব সিডনির গবেষকরা নিউমিনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও ব্রনকাইসিটের মতো শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন।
জ্যেষ্ঠ গবেষক হিউফ্রেরি টোফলার বলেছেন, ‘গবেষণা করে আমারা নিশ্চিত হয়েছি যে, শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। শ্বাসতেন্ত্র সংক্রমণ জনিত রোগ হলেই যে হার্ট অ্যাটাক হবে বিষয়টি এমন নয়। সংক্রমণের পর প্রথম সাত দিন এ আশঙ্কা প্রবলভাবে থাকে। পরে ধীরে ধীরে কমতে থাকে। তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি এক মাস পর্যন্ত থাকে।’

গবেষকরা ৫৭৮ জন হার্ট অ্যাটাকের রোগীর ওপর গবেষণা চালিয়েছেন। যাদের ধমনীতে ব্লকের কারণে হার্ট অ্যাটাক হয়েছে। ব্লক হওয়ার পেছনে শ্বাসতন্ত্রের সংক্রমণ জনিত রোগ দায়ী। শ্বাসতন্ত্রের সংক্রমণের ৭ দিনের মাথায় ১৭ শতাংশ রোগীর হার্ট অ্যাটাক হয়। আর ২১ শতাংশের হয়েছে সংক্রেমণের ৩১ দিনের মধ্যে।
টোফলার বলেছেন, ‘শ্বাসতন্ত্রে সংক্রমণের জন্য রক্ত জমাট বাঁধা, প্রদাহ, বিষক্রিয়ার জন্য রক্তনালীর ক্ষতিগ্রস্ত এবং রক্ত প্রবাহের মাত্রার পরিবর্তন হয়। যার ফলশ্রুতিতে হার্ট অ্যাটাক হয়। শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য যেহেতু হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তাই এ বিষয়ে সচেতন থাকা উচিত। যখনই শ্বাসতন্ত্রে কোনো প্রকার সংক্রমণ হবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যাবে। এরপর রোগের কারণ অনুসন্ধান করে বের করে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।’

সুত্র: নিউকেরালা।

পাঠকের মতামত

Comments are closed.