182115

হাইপারটেনশন অবহেলা করলেই মারাত্মক ক্ষতি

নূসরাত জাহান: হাইপারটেনশন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বয়স ৪০ এর কোঠায় হলেই তো কথাই নেই। এ বয়সে হাইপারটেনশন অবহেলা করলেই তা হতে পারে অপূরনীয় ক্ষতির কারণ। বর্তমান শহুরে জীবনে আমাদের জীবন যাপন পদ্ধতি, কাজের চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, মাত্রাতিরিক্ত অ্যালকোহল ও ধূমপানের অভ্যাসসহ নানা কারণে আমাদের হাইপারটেনশন হয়। আর এটা হওয়ার জন্য এখন আর বয়সের কোনো সীমা নেই।
হাইপারটেনশন হচ্ছে সেই অবস্থা যার ফলে মানব দেহে রক্তের চাপ অস্বাভাবিক হারে বেড়ে যায়। এটা উচ্চ রক্তচাপ হিসেবেও পরিচিত। এর ফলে ডায়াবেটিসসহ মানব দেহের নানা অঙ্গ-প্রত্যঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটারেল নিউরোলজির জ্যেষ্ট পরিচালক ড. জেডি মুখার্জি বলেছে, বেশিরভাগ সময়ই আমরা উচ্চ রাক্তচাপ সম্পর্কে খুব একটা সচেতন থাকি না। ফলশ্রুতিতে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। এটা আমাদের দীর্ঘ মেয়াদে ভোগায়। কাজেই আমাদের এ অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি জানতে হবে। স্বাস্থ্যের ওপর উচ্চ রক্তচাপ কী ধরনের প্রভাব ফেলতে পারে সে সম্বন্ধেও জ্ঞান রাখতে হবে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে এ থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল, স্মৃতি শক্তির সমস্যাসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে। বর্তমান সময়ে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ স্ট্রোক। আর কয়েকবার স্ট্রোক হলে তা দীর্ঘমেয়াদে মানুষকে ভোগায়। কাজের কারো হাইপারটেনশন থাকলে তার ব্লাড প্রেসার নিয়মিত মাপতে হবে। এক অবহেলা করা যাবে না।

সূত্র: নিউকেরালা।

পাঠকের মতামত

Comments are closed.