182094

গরমে তিন ধরনের স্নান

গরমকালে স্নান করাটা হোক লাক্সারি ৷ একঘেঁয়ামি স্নান আর নয় ৷ বরং তাপ প্রবাহ থেকে বাঁচতে নতুন কায়দায় স্নান করুন ৷ কী সেই নতুন কায়দা? পড়ে নিন ৷

অডিকোলন স্নান
গরমরকালের স্নান মানে, অবশ্যই তার সঙ্গে যুক্ত হবে সুগন্ধী ৷ স্নানের পর হালকা গন্ধ যদি না ছড়ায়, সেই স্নানের মানেই হয় না ৷ তাই এই গরমে অডিকোলন স্নান হোক একেবারে মাস্ট ৷ বাজার চলতি অনেক অডিকোলন রয়েছে ৷ স্নান করার জলে, তা মিশিয়ে নিলেই হল ৷ বাড়িতেও বানাতে পারেন অডিকোলন ৷ গোলাপ জলে কিছু পরিমাণ সাদা চন্দন বেঁটে নিন ৷ বেঁটে নিতে পারেন কিছু পরিমাণ পুদিনা পাতাও ৷ স্নানের জলে মিশিয়ে, স্নান সেরে ফেলুন ৷ সারা দিন সতেজ থাকতে এই স্নানের কোনও বিকল্প নেই ৷

স্পা বাথ
প্রচুর টাকা খরচ করে স্পা বাথ নিতে নাই গেলেন বিউটি স্যালোঁতে ৷ একটু সময় খরচ করলে বাড়িতেই নিতে পারেন স্পা বাথ ৷ স্নানের জলে মিশিয়ে নিন বাথিং সল্ট ৷ তার মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ জল, পুদিনা পাতার রস ঢেলে দিন ৷ স্নান শেষে পরিষ্কার জল গায়ে ঢেলে নিন ৷ গরমে সারাদিন সতেজ থাকতে এই স্নান দারুণ কার্যকর ৷

গোলাপ জলে স্নান
বাজার থেকে গোলাপ জলের বোতল কিনে এনে, রোজকার স্নানের জলে মিশিয়ে নিতে পারেন ৷ কিংবা বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপ জল ৷ গোলাপের পাপড়ি ফুটিয়ে নিন ৷ সেই জল ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ মিশিয়ে ফেলুন গ্লিসারিন ৷ স্নানের জলে মিশিয়ে নিন গোলাপ জল ৷ সারাদিন সতেজ থাকতে এই স্নান দারুণ কাজ দেয় ৷

পাঠকের মতামত

Comments are closed.