182088

এই নতুন রঙের হোয়াটঅ্যাপ ব্যবহার করেছেন?

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিধি নিয়ে যখন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি চলছে, তখনই এই মেসেজিং অ্যাপ আরও এক নতুন বিপদ ডেকে আনছে ইউজারদের জন্য৷ এক নতুন ম্যালওয়্যার ক্রমশই হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে ছড়াচ্ছে৷ ‘দ্য নেক্সট ওয়েব’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, স্মার্টফোন ইউজারদের নতুন রঙের হোয়াটসঅ্যাপ ইনস্টল করার লোভ দেখিয়ে একটি লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

একগুচ্ছ নতুন রঙের হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে ইউজারদের অনুরোধ করা হচ্ছে ওই সন্দেহজনক লিঙ্ক পাঠিয়ে৷ সঙ্গে নিচে এক লাইন লেখা, “আমিও ব্যবহার করছি এই নতুন রঙের হোয়াটসঅ্যাপ, আপনিও করুন৷” এক রেডিট ইউজার লিখছেন, “আমার ফোনে বুধবার সকালেই এই মেসেজ এসেছে৷ ফেক URL-টি এসেছে অজানা একটি নম্বর থেকে৷ সেখানে লেখা, বিভিন্ন রঙে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এই URL-টি আমার ১০ জন বন্ধুকে পাঠাতে হবে৷ তাহলেই নাকি আমার ফোনের হোয়াটসঅ্যাপের রঙ পাল্টে যাবে৷”

এই নতুন ম্যালওয়্যার কী ক্ষতি করতে পারে স্মার্টফোনের? আপনার ফোনের যাবতীয় ডেটা চুরি যেতে পারে৷ আপনার ব্যাঙ্কিং তথ্য থেকে শুরু করে, আপনার গ্যালারিতে জমানো সব ছবি আপনার অজান্তেই চলে যাবে দুষ্ট লোকেদের হাতে৷ কিন্তু কী করে চিনবেন এই নকল URL? সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেক URL-এ হোয়াটসঅ্যাপ-এর ফন্ট আলাদা৷ তাছাড়া এই মুহূর্তে কোনও অজানা সোর্স থেকে ‘.apk’ ফাইল ডাউনলোড না করাই ভাল৷ ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ জানাচ্ছে, ইউরোপ ও ভারতে হোয়াটসঅ্যাপ স্ক্যাম এখন বেড়েই চলেছে৷ শুধুমাত্র ভারতেই এখন অন্তত ১০টি ভাষায় চ্যাট করা যায় হোয়াটসঅ্যাপে৷

পাঠকের মতামত

Comments are closed.