182126

কুকুরের মৃত্যুদণ্ড!

নূসরাত জাহান: কুকুরের মৃতুদণ্ড! অবাক হচ্ছেন তো, জানতে ইচ্ছা করছে কী কারণে একটি পশুর মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া হলো। সম্প্রতি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে একটি কুকুরকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। কুকুরটির অপরাধ সে একটি শিশুকে কামড়ে দিয়েছিল। কুকুরের মালিক অবশ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

পাঞ্জাব প্রদেশের ভাক্কার কালোর এলাকায় সহকারী কমিশনার (এসি) রাজা সালিম কুকুরটিকে এ সাজা দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি।

এসি সেলিমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘কুকুরটি কামড়ে শিশুটিকে আহত করেছে। এটিকে মেরে ফেলাই উচিত।’ কুকুরটির নিবন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন তিনি। এছাড়া কুকুরের মালিকের বিরুদ্ধে সিভির কোর্টে মামলা করতেও বলেছেন তিনি।

প্রিয় প্রাণীর সাজার অতিরিক্ত উপ-কমিশনারের কাছে আপিল করেছেন এর মালিক।

কুকুরটির মালিকের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, ‘শিশুটির পরিবারে আমার কুকুরের বিরুদ্ধে একটি মামলা করেছে। কুকুরটি যে কাজ করেছে তার সাজা বড়জোর এক সপ্তাহের কারাবাস হতে পারে। কিন্তু মৃত্যুদণ্ডের সাজা অন্যায্য।’

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.