182039

মুসলিম জনগোষ্ঠীর ডিএনএ পরীক্ষার পরিসর বাড়ালো চীন

নূসরাত জাহান: মুসলিম জনগোষ্ঠীর ডিএনএ সংগ্রহের কার্যক্রমের পরিসর বাড়ালো চীন। ব্যাপকভিত্তিতে মুসলমানদের ডিএনএ-এর নমুনা এবং এর পরীক্ষা চালানোর জন্য তারা এ কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি কিনেছে। মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা একথা জানিয়েছেন। দেশিটির মুসলিম অধ্যুষিত এলাকায় কর্তৃপক্ষ অনেক দিন থেকেই এ কার্যক্রম চালিয়ে আসছে। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে চাপে রাখতেই তারা এ কাজ কর।

চীনের জিনজিয়ান প্রদেশের পুলিশ জানিয়েছে, ৮৭ লাখ ডলার ব্যয়ে ডিএনএ পরীক্ষায় জন্য নমুনা সংগ্রহের কাজে ব্যবহৃত এমন সরঞ্জাম কেনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৩০ লাখ ডলারের ডিএনএ পরীক্ষার সরঞ্জামাদির কেনার নথিপত্র তাদের কাছে রয়েছে। মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই কর্তৃপক্ষ এ কাজ করছে।

গত বছর চীনা কর্তৃপক্ষ জিনজিয়ান প্রদেশের মুসলিমদের ডিএনএ-এর নমুনা, আঙুলের ছাপ ও কণ্ঠস্বর রেকর্ড, পাসপোর্ট বা বিদেশ ভ্রমণের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপরই এ বছর চীনা কর্তৃপক্ষ ডিএনএন নমুনা পরীক্ষার জন্য যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

বেলজিয়ামের ইউনিভারসিটি অব লেওভেন এর ডিএনএ বিষয়ক বিশেষজ্ঞ ইউয়েভস মরিয়াও বলেছেন, নতুন সরঞ্জামাদির কেনা হলে এটা দিনে ১০ হাজার ডিএনএ-এর নমুনা পরীক্ষা করতে পারবে। আর বছরে অন্তত ১০ লাখ নমুনা সংগ্রহ করতে পারবে।

চীনে ডিএনএ-এর নমুনা সংগ্রহের কাজ এটাই প্রথম নয়। ১৯৮৯ সাল থেকে চীনে ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের গত বছর প্রকাশিত তথ্য অনুযায়ী, বেইজিংয়ের কাছে ৪ কোটি মানুষের জ্বীনগত বা ডিএনএ-এর তথ্য আছে। এটা বিশ্বের সবচেয়ে বড় ডিএনএ তথ্য ভাণ্ডার।

ব্রিটেন ভিত্তিক সংস্থা জেনে ওয়াচ জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশে মতো চীনেও নাগরিকদের ব্যক্তিগত নানা তথ্য ফাঁসের ঘটনা ঘটে। এসব তথ্য ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও করা হয়।

জিনজিয়ান প্রদেশের সীমান্তের সঙ্গে আফগানিস্তানসহ মধ্য এশিয়ার বেশ কয়েকটি অস্থিতিশীল দেশের সীমানা রয়েছে। পাকিস্তানের সঙ্গেও তাদের সীমান্ত রয়েছে। এ এলাকা উইঘুর জনগোষ্ঠীর বাস। প্রায়ই এ এলাকায় মুসলিমগোষ্ঠীরা বোমা হামলা চালায়। এছাড়া চাকু দিয়েও লোকজনের ওপর হামলা করে।

উইঘুর চীনা কর্তৃপক্ষের কাছে বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতেই দীর্ঘদিন থেকে চীন ডিএনএ নমুনা সংগ্রহ করছে বেইজিং।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.