181965

বাড়ি থেকে বের করে দেওয়া হল টাইগার শ্রফের নায়িকাকে

মুম্বই খুবই উদারমনা শহর হিসেবে পরিচিত। কিন্তু এই শহরেই এমন ঘটনা ঘটেছে, তা শুনলে তাজ্জব হতে হয়। বলিউড সিনেমা হিরোপন্তী-র অভিনেতা টাইগার শ্রফের আগামী সিনেমার নাম মুন্না মাইকেল। এই সিনেমার মাধ্যমে নিধি অগ্রবাল নামে অভিনেত্রী বলিউডে পা রাখতে চলেছেন। এবার সেই নিধিই নীতি পুলিশগিরির শিকার! তাঁকে মুম্বইয়ে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল।

মুম্বইয়ের বান্দ্রায় একটি বাড়িতে ভাড়া থাকতেন নিধি। সেখানকার হাউজিং সোসাইটি নিধিকে বাড়ি ছাড়তে বলেন। তাদের বক্তব্য, বাড়িতে একা থাকেন নিধি। এভাবে কোনও মেয়ের একা থাকা বরদাস্ত করা হবে না। এছাড়াও নিধির সিনেমায় কাজ করা নিয়েও সোস্যাইটির আপত্তি রয়েছে বলে জানা গেছে।

নিধি বলেছেন, গত ছয়মাস ওই বাড়িতে ছিলেন। এখন থাকার জন্য নতুন বাড়ি খুঁজছেন তিনি। তাঁকে এভাবে বাড়ি ছাড়তে বলা নিয়ে বিস্ময় ছড়িয়েছে। কারণ, মায়ানগরী সব ধরনের মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয়।

নিধি ওই বাড়িতে তাঁর এক বন্ধুর সঙ্গে ছিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, একা একটি মেয়ের বাড়ি ভাড়া নিয়ে থাকায় সোস্যাটির আপত্তি ছিল। এরসঙ্গে আরও একটি খবর জানা গেছে যে, মুম্বইয়ের বেশ কয়েকটি সোসাইটি সিনেমায় কাজ করেন, এমন কাউকে বাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আসলে শুধু মুম্বই বা ভারতই নয়। সারা বিশ্বে ছবিটা একই। সমাজে লিঙ্গবৈষম্য, জাতপাত, ধর্ম নিয়ে ভেদাভেদ সমানেই চলছে।

এরইমধ্যে মুম্বইয়ের একটা আলাদা পরিচিতি রয়েছে। এখানে কোনও বিশেষ কারণে ভেদাভেদের মুখে পড়তে হয় না। কিন্তু এখানেও মাঝেমধ্যেই এ ধরনের বৈষম্যের খবর প্রকাশ্যে আসে, যা আদৌ সুখকর নয়।

পাঠকের মতামত

Comments are closed.