181968

ছবি পাচ্ছেন না ড্রিম গার্ল

শেষ তাঁকে দেখা গিয়েছিল এক থি রানি অ্যায়সি ভি-তে। প্রয়াত বিনোদ খান্নাও ছিলেন ছবিটিতে। ছবির গল্প লিখেছিলেন গোয়ার রাজ্যপাল মৃদুলা সিংহ, গোয়ালিয়রের রাজমাতার জীবন নিয়ে। ছবিটি চলেছিল ভালই। কিন্তু হেমা মালিনী আর ছবির অফার পাচ্ছেন না।

হেমা বলেছেন, তাঁর বয়সি অভিনেত্রীদের কেউ ছবির প্রস্তাব দেয় না। কিন্তু এখনও তাঁরা নিজেদের কাঁধে যে কোনও ছবির দায়িত্ব নিতে পারেন।

শিগগিরই ফের দিদিমা হবেন হেমা। ছোট মেয়ে অহনা মা হয়েছেন। বড় এষাও মা হতে চলেছেন। হেমা বলেছেন, স্থায়ী বিয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল, ভালবাসা ও মিলমিশ। সঙ্গী ভুল করলেও ভালবাসা থাকলে সম্পর্ক টিকে যায়। অর্থ ও আনুষঙ্গিক বিষয় তো আসে যায়, তা কখনও বিয়ের ভিত হতে পারে না।

স্বামী ও অভিনেতা ধর্মেন্দ্রকে তাঁর জীবনের সেরা ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি।

পাঠকের মতামত

Comments are closed.