181804

বৈচিত্র্যময় দিল্লি

সজল সরকার: ভারতের রাজধানী দিল্লি পৃধিবীর মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় শহর বলা যায়। সংস্কৃতি, রীতি ও বহু ধর্মের জনগণের এ শহর পর্যটকদের কাছেও বেশ সুপরিচিত তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য। আড়াই কোটি জনগণের এ শহর ছোট একটি মহাদেশের মতই। সংস্কৃতি, ধর্ম ও বৈচিত্রময় রীতির এ শহরের বাসিন্দারাও বড় মনের বা বড় দিলের মানুষ হিসেবে পরিচিত। দিল্লি নামকরণের ক্ষেত্রেও মনের একটি বিষয় জড়িত রয়েছে বলে অনেকেই মনে করেন। হিন্দি দিল বা মন থেকেই নাকি দিল্লি নামকরণ করা হয়েছে। এজন্য দিল্লির বাসিন্দরাও বড় দিলের বা মনের বলে মনে করেন তারা।

দিল্লি সবার কাছে প্রিয় হওয়ার কারণই তার বৈচিত্র্য। নয়াদিল্লির বাসিন্দা নিশ্চল দুয়া বলেন, ‘বড় শহর দিল্লিতে কেউ আসলে বিভিন্ন সংস্কৃতির একটি সম্মেলন দেখতে পাবেন যা বিশ্বের অন্য কোন দেশের কোন শহরে নেই। যে কেউ এসে তার পছন্দমত জিনিসটি বেছে নিতে পারে এখানে।’ দিল্লি শহরে ৬ বছর ধরে বাস করা আঞ্চলা মায়া বলেন, ‘নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসি এই দুই শহরের সংমিশ্রণ রয়েছে দিল্লি শহরে। মায়ার মতে দিল্লি শহরে খাপ খেতে গেলে অন্য শহরের তুলনায় একটু বেশি সময় লাগে। ‘এখানে আপনি কোথা থেকে আসছেন, কী করেন এবং কোন ধরনের পোশাক পরছেন তা সবাই খেয়াল করে’, বলেন মায়া। দিল্লি শহরে বিয়ের অনুষ্ঠান অনেক সময় ১০ দিন ধরেই চলে এবং এক হাজার লোক অতিথি হিসাবে আসে। এখানে একই বিয়ের তারিখে ৬০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.