181847

চলচিত্র জগতের অজানা পাঁচ

জামাল হোসেন:

(১) ‘হ্যারি পটার’ চরিত্রে অভিনয় করার জন্য সর্বমোট ১৭,০০০ ব্রিটিশ এবং আমেরিকান ছেলে অডিশন দিয়েছিল।


(২) মাইকেল বে তার ‘পার্ল হারবার’ ছবিটি বানাতে খরচ হয়েছিল ১৪০ মিলিয়ন ডলার যা আসল পার্ল হারবার ধ্বংসের পর তা মেরামত করতে একই খরচ টাকা লেগেছিল।
(৩) হিথ লেজার ‘ব্যাট ম্যান’ ছবিতে তার জোকারের চরিত্রের জন্য যে মেকআপ করেছিলেন সেই মেকআপ তিনি একটি ওষুধের দোকান থেকে এনেছিলেন।
(৪) ডিজনির অ্যানিমেটেড ছবি ‘বিউটি এন্ড দি বিস্ট’ এর চাইনিজ ভার্সনে সিংহের কণ্ঠ দিয়েছেন জ্যাকি চেন এবং সিংহের গানের কণ্ঠও তিনি দিয়েছেন।
(৫) ১৯৮০ সালের ছবি ‘হানিবাল হলোকাস্ট’-এ মানুষ হত্যার দৃশ্যগুলো এতটাই বাস্তবের মতো ছিল যে, ছবির পরিচালককে আদালত পর্যন্ত যেতে হয়েছিল এটা প্রমাণ করতে যে তিনি তার ছবিতে সত্যি সত্যি কাউকে হত্যা করেননি।

পাঠকের মতামত

Comments are closed.