181851

কমছে প্রিন্ট মিডিয়ার সার্কুলেশন

সজল সরকার: পৃথিবীর সব দেশেই কমে যাচ্ছে প্রিন্ট মিডিয়ার জয়যাত্রা। সম্প্রতি ভারতীয় সংস্থা এডিট ব্যুরো অব সার্কুলেশনস (এবিসি) বিশ্বের কয়েকটি দেশের প্রিন্ট মিডিয়ার অগ্রযাত্রা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে দেখা যায় গত ৩ বছরে প্রায় সব দেশেই ২ থেকে ৪ শতাংশ কমে গেছে প্রিন্ট মিডিয়ার পরিসর।

রিপোর্টে ভারতসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ বছরে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি দেখানো হয়েছে। ভারতে ২০১৩ সালে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি ছিল ১৪ শতাংশ যা ২০১৫ সালে ২ শতাংশ কমে ১২ শতাংশে পৌঁছেছে। তবে ২০১৪ সালে ভারতে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি বেড়েছিল রেকর্ড পরিমাণ, তখন প্রবৃদ্ধি পৌঁছেছিল ১৮ শতাংশে। অস্ট্রেলিয়ায় ২০১৩ সালে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ এবং ২০১৫ সালে তা কমে ৬ শতাংশে পৌঁছে, তবে ২০১৪ সালে প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ। ফ্রান্সে ২০১৩ সালের ৪ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০১৫ সালে ৩ শতাংশে নেমে আসে।

জার্মানিতে ২০১৩ সালে ৪ শতাংশ, ২০১৪ সালে ৫ শতাংশ এবং ২০১৩ সালে ৩ শতাংশ প্রবৃদ্ধি ছিল। জাপানে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি অপরিবর্তিত ছিল ৩ বছর যদিও ২০১৪ সালে ১ শতাংশ বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৩ সালের ৬ শতাংশ প্রবৃদ্ধি ২০১৩ সালে নেমে আসে ২ শতাংশে। তবে যুক্তরাজ্যে প্রিন্ট মিডিয়ার অবস্থার উন্নতি ঘটেছে ব্যাপক হারে। ২০১৩ সালে দেশটিতে প্রিন্ট মিডিয়ার প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশ এবং ২০১৫ সালে তা ১২ শতাংশে পৌঁছে। সবগুলো প্রবৃদ্ধিই নেতিবাচক (মাইনাস) দিক থেকে করা হয়েছে।

সাকুর্লেশনের দিক থেকে এ প্রবৃদ্ধি বিবেচনা করা হয়েছে এবং প্রিন্ট মিডিয়া এখন পর্যন্ত মিডিয়া খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে টেলিভিশন এবং রিপোর্টে বলা হয়েছে ২০২১ সাল নাগাত প্রিন্ট মিডিয়া খাত ১৮ শতাংশ নিন্মমুখী থাকবে।

সূত্রঃ দ্য হুট

পাঠকের মতামত

Comments are closed.