181085

কেন এত ভাইরাল হলো হিজাবের উপর শ্যাম্পু মাখার ভিডিওটি!

হিজাবের উপর শ্যাম্পু মাখার একটি বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে গেছে মালয়েশিয়ায়। ছোট্ট একটি বিজ্ঞাপনে দেখা যায় হিজাবে চুল ঢাকা এক নারী ম্যাগাজিন দেখতে দেখতে আপন মনে হাসছেন৷ একটু পর দেখা গেলো পরম মমতায় মাথায় শ্যাম্পু ঘষছেন তিনি, তবে তা হিজাবের উপর দিয়েই!

 

 

 
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে এই বিজ্ঞাপন৷ অনেকেই মালয়েশিয়ায় ধর্মীয় গোঁড়ামির এক উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ৩৬ সেকেন্ডের ভিডিওটিকে৷ তবে বিজ্ঞাপনটি নিয়ে বিভ্রান্তিও আছে৷ খবর ডয়েচে ভেলের।

https://www.youtube.com/watch?v=JzHqNExAaO8

 

 
আপাত দৃষ্টিতে মনে হবে, নেহাত নির্বোধের কাজ এটি৷ হিজাবের উপর দিয়ে শ্যাম্পু ঘষলে কি মাথার চুল পরিষ্কার হবে? এমনটা ভাবাও তো বোকার মতো কাজ৷ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিজ্ঞাপনের সমালোচনা খুব স্বাভাবিক৷ কিন্তু বিজ্ঞাপনটি যদি অন্য কিছুর হয়ে থাকে?

 

 

 
মালয়েশিয়ার সংবাদমাধ্যম বলছে, বিজ্ঞাপনটি নাকি আদতে কোনো শ্যাম্পুর নয়৷ বরং হিজাবের৷ আর এটা নাকি একটা প্যারোডি বিজ্ঞাপন৷ দু’দিন আগে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সে দেশের একাধিক সংবাদপত্র এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে৷ আর সাধারণ মানুষকে অনুরোধ করেছে, এমন বিজ্ঞাপন দেখে মালয়েশিয়া সম্পর্কে ভুল ধারণা না নিতে, কেননা, বিজ্ঞাপনটা আসলে ভুয়া!
ভিডিও…

পাঠকের মতামত

Comments are closed.