180972

বাড়িতে যে ১৫ কারণে বিড়াল রাখবেন না

নূসরাত জাহান: অনেকেই শখ করে বাড়িতে বিড়াল ও কুকুর পোষেন। কেউ কেউ এই দুই পশুকেই রাখেন। অলস হিসেবে পিরচিত বিড়ালকে নিয়ে বেশ সমস্যায়ও পড়তে হয়। তাই যারা বিড়াল পোষার কথা ভাবছেন তাদের এ বিষয়গুলো মাথায় রাখতেই হবে।

১. ঘড়ির অ্যালার্ম শুনেই সাধারণ মানুষের সকালে ঘুম ভাঙে। তবে যাদে ঘরে বিড়াল থাকলে কথা ভিন্ন। ঘুম ভাঙবে বিড়ালের ডাকে।

২. বাড়িতে বিড়াল থাকলে আয়েসে ঘুম শেষ। সকাল সকাল ঘুম ভাঙাবেই বিড়াল। সেই সকাল সাত সকাল। ভোর ৪.৫০ মিনিটে তাদের সকালের নাস্তার সময়। এর এক মিনিটও দেরি হতে পারবে না।

৩. বাটিতে খাওয়ার চেয়ে মেঝেতে ছড়িয়ে খাবার খেতেই বেশি পছন্দ করে বিড়াল। তাই ঘর পরিপাটির কথা ভুলেও মনে আনবেন না।

৪. বাড়ির কারো জন্য কেক বানিয়ে টেবিলের ওপর রেখেছেন। মনে নেই ঘরে আপনার প্রিয় বিড়ালটি আছে। সেই আপনার কেকের বারোটা বাজিয়ে ছেড়ে দেবে।

৫. আপনার আদরের বিড়ালটি সারাদিনই আপনাকে অনুসরণ করছে। মানিসিকভাবে আপনি কি এটা নিতে প্রস্তুত?

৬. বাড়িতে বিড়াল থাকলে ব্যক্তিগত গোপনীয়তার বলে কিছু থাকবে না। টয়লেটে গিয়েও শান্তি পাবেন না। সেখানেও তারা পৌঁছে যাবে।

 

৭. বিড়ালের মর্জি মতোই সব হবে। টয়লেটে যাওয়া প্রয়োজন। কিন্তু যেতে পারছেন না। কারণ বিড়ালটি কমোডের ঢাকনার ওপর বসে ঘুমাচ্ছে। এখন তার ইচ্ছার ওপরই আপনার টয়লেটে যাওয়া নির্ভর করছে।

৮. শুধু টয়লেট নয়, আপনার চেয়ার দখল করেও বসে থাকবে বিড়ালটি। অগত্যা দাঁড়িয়ে বা অন্য কোনোভাবে আপনাকে কাজটি করতে হবে।

৯. বাড়িতে যদি কয়েকটি বিড়াল থাকে তাহলে তো কথাই নেই। দেখবেন বিছানায় আপনারই শোয়ার জায়গা নেই। তারাই গা এলিয়ে দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে।

১০. বিশ্বাস করুন আর নাই করুন পোষা বিড়ালটি যদি মনে করে আপনার স্বামী থেকে আপনাকে দূরে রাখবে সেটা তারা করেই ছাড়েই। সব সময় আপনার স্বামীর পাশ দখল করে বসে থাকবে।

১১. বিড়ালগুলো মাঝে মাঝে এমনভাবে শুয়ে থাকে যা দেখে মনে হয় তাদের কোনো লাজ-লজ্জা আছে।

১২. কোনো কোন সময় তারা এমন ভাব দেখায় মনে হয় নিজেকে নিয়ে সে খুব গর্বিত।

১৩. অন্যকে দোষ দেওয়ার বেলা বিড়ালগুলো খুব পটু থাকে। ঘরে পোষা কুকুর থাকলে কোনো কুকর্মের দোষ বিড়ালের তার ওপরই চাপিয়ে দেয়।

১৪. আপনাকে ঘুমাতে না দিলেও বিড়ালটি কিন্তু আয়েশেই ঘুমিয়ে পড়ে।

১৫. বিড়াল আক্ষরিক অর্থেই মাথার ওপর ওঠে বসে থাকে। হঠাৎ ঘুম থেকে ওঠে দেখবেন সে আপনার মাথা বা মুখের ওপর দিব্যি ঘুমিয়ে আছে।

সূত্র: ব্রাইট সাইট।

পাঠকের মতামত

Comments are closed.