180673

মহাকাশে পাড়ি দিল চীনের প্রথম মানুষ বিহীন এয়ারক্রাফট

দেশের প্রথম মানুষবিহীন কার্গো এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটাল চীন৷

চীনের হাইনান প্রদেশের দক্ষিণে অবস্থিত ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেওয়া এয়ারক্রাফটটির নাম- তিয়েনজোউ-১৷

মহাকাশে তিয়াংগং-২ স্পেস স্টেশনে নামবে এয়ারক্রাফটটি৷ সেখানে জ্বালানী সংগ্রহ করে, বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে সেটি৷ পরে নেমে আসবে পৃথিবীতে৷

২০২২-র মধ্যে মহাকাশে একটি স্থায়ী স্পেস স্টেশন বসানোর লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ গবেষকদের ধারণা অনুযায়ী কার্গো এয়ারক্রাফটের মাধ্যমে সেই স্পেস স্টেশনে যাতায়াত করা চীনের পক্ষে আরো সুবিধাজনক হবে৷

পাঠকের মতামত

Comments are closed.