180814

পুতিনের সীল নৌসেনা!

রাশিয়ায় ১৬ বছরের টিটো ও ৯ বছরের লিলো সীল মাছ দুটি নৌ সেনা হিসেবে প্রশিক্ষণে এতটাই দক্ষতা অর্জন করেছে যে তারা অনায়াসে সমুদ্রে ভাসমান মাইন নিষ্ক্রীয় করা ছাড়াও ওয়াটার গান থেকে গুলি ছুড়তে পারে, এমনকি তাদের প্রশিক্ষককে অভিবাদন জানাতে পারে তারা। রাশিয়ার পতাকাও তুলে ধরে তারা বীরদর্পে। গত মঙ্গলবার রাশিয়ার বিজয় দিবসে দেশটির ইরকুতস্ক শহরের বৈকাল সীল এ্যাকুরিয়ামে টিটো ও লিলোর সামরিক প্রশিক্ষণের মহড়া প্রদর্শন করা হয়।

 

 
প্রদর্শনের সময় টিটো ও লিলো ওয়াটার গান ফায়ারিং’এ অংশ নেয়। বৈকাল এ্যাকুরিয়ামের পরিচালক ইভজেনি বারানভ বলেন, সীল হলেও তাদেরও দেশপ্রেম বোধ আছে এবং তারা তাদের প্রশিক্ষক মারিয়া চেরনোভোপিভস্কায়ার কাছে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে সক্ষম হয়েছে।

 

 

 
প্রশিক্ষক মারিয়া চেরনোভোপিভস্কায়া বলেন, টিটো ও লিলো যে কোনো নৌ সেনার মতই অস্ত্র চালনা করতে পারে। টিটো সবসময় এগিয়ে যেতে পছন্দ করে, মেয়ে হওয়ায় লিলো কিছুটা লাজুক। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তারা রং করতে, নাচতে ও সেক্সোফোন বাজাতে পারে। ডেইলি মেইল

পাঠকের মতামত

Comments are closed.