180312

মানুষের শরীরের তাপমাত্রায় মুরগির ডিম ফুটানোর চেষ্ঠা (ভিডিও)

মানুষই ’তা’ দিচ্ছে মুরগির ডিমে! ভাবতে অবাক লাগলেও ঘটনা সত্যি। ফরাসি শিল্পী আব্রাহাম পোয়েশেভাল গত বুধবার থেকে ফ্রান্সের প্যারিসের একটি জাদুঘরের কাঁচের ঘরে বসে মুরগির ডিমে তা দিচ্ছেন। মানুষের শরীরের তাপমাত্রায় মুরগীর ডিম ফুটানোর পরিকল্পনা।

’শরীরের তাপমাত্রায় মুরগির ডিম ফোটানো’র পরীক্ষাটি করে সবাইকে চমকে দিতে চান ফরাসি শিল্পী আব্রাহাম পোয়েশেভাল। প্যারিসের ’দ্য প্যালাইস দে টোকিও’ জাদুঘরের একটি কাঁচের ঘরে বসে কাজটি করছেন তিনি।

পোয়েশেভাল মনে করছেন, আগামী ২১-২৬ দিনের মধ্যেই তার শরীরের নিচে রাখা ১০টি ডিম ফুটে মুরগির ছানা বের হবে। তাকে দেখতে আসা কৌতূহলি মানুষদের পোয়েশেভাল হাসতে হাসতে বলেন, ’ডিম ফোটার পর সম্ভবত আমি মুরগি হয়ে যাবো।’

তবে এবারে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য তিনি একটু সাবধানী ভূমিকা পালন করেছেন। সরাসরি ডিমের উপর না বসে, একটি চেয়ারের নিচে ফুটো করে ঝুড়ি বেঁধে দিয়েছেন। এছাড়া শরীরের উষ্ণতা যতটা সম্ভব বাড়িয়ে নিতে কোরিয়ান শিল্পী সেগলুই লি’র তৈরি একটি কম্বল মুড়ে নিয়েছেন।

পাশাপাশি শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু উষ্ণতা বাড়াবে এমন সব খাবার খাচ্ছেন তিনি। কিন্তু খাবার জন্য দিনে মাত্র আধা ঘণ্টা সময় ব্যয় করতে পারবেন আব্রাহাম পোয়েশেভাল।মানুষের শরীরের তাপমাত্রায় মুরগীর ডিম ফুটানোর পরিকল্পনা

https://youtu.be/faoJgvAk7vo

পাঠকের মতামত

Comments are closed.