179772

১ মিলিয়ন ডলারের পোর্টেবল মসজিদ দুবাইতে

জান্নাতুল ফেরদৌস: দুবাই পৃথিবীর আধুনিক শহরের মধ্যে একটি। বুর্জ আল খলিফার মত বড় বড় স্থাপত্য এখন দুবাইতে। জৌলুস পূর্ণ এই শহররে বৃহস্পতিবার রাতে বুর্জ আল আরব হোটেলে এক মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত “পোর্টেবল অ্যাম্বার পাথর মসজিদ” উদ্বোধন করা হয়।

মসজিদটি মূলত একটি ছোট কেবিন যার বেশিরভাগ অ্যাম্বার টাইলস এবং কাঠ দিয়ে তৈরি। ছোট এই মসজিদে শুধু দুই জন নামাজ পড়তে পারবেন। এর দেয়ালকে হলুদ, কমলা এবং লালচে বাদামী রঙের উষ্ণ, নরম গ্লাস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ স্থাপত্যের ছোঁয়া লেগেছে মসজিদটিতে। এটির শীর্ষে একটি গম্বুজ দেওয়া হয়েছে যা কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে ক্রিসেন্টের কংক্রিট দিয়ে লাগানো। মেঝে দামী কার্পেট দিয়ে মোড়া এবং মসজিদটির স্থাপত্যে প্রাচীন ইসলামিক নকশা ও আরবি লেখা ফুটিয়ে তোলা হয়েছে। এই বহনযোগ্য মসজিদটির প্রদর্শনী অনুষ্ঠিত হয় বিলাসবহুল দুবাই হোটেলের আল ফালাক বলরুমে। মসজিদটির উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মানা বিন হাসের আল মাক্তুম, শেখ আবদুল আজিজ বিন আলী আল নাউইমি, অন্যান্য ভিআইপি ও অতিথিরা।

সুত্র: গলফ নিউজ

পাঠকের মতামত

Comments are closed.