179769

মারা গেছেন দাউদ ইব্রাহিম!

নূসরাত জাহান: হার্ট অ্যাটাকের আক্রন্ত হওয়ার কারণে আন্ডার ওয়ার্ল্ডেরে ডন দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আবর কোনো কোনো গণমাধ্যম বলছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হয়তো মারাই গেছেন।

তবে দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী ছোটা শাকিল জানিয়েছেন, ‘ভাই ভালো আছেন। তার কোনো সমস্যা নেই। তিনি সম্পূর্ণ ফিট।’
কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি দাউদ ইব্রাহিমের হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি একইসঙ্গে কয়েকটি রোগে ভুগছেন।

করাচি থেকে টেলিফোনে টাইমস অব ইন্ডিয়াকে ছোটা শাকিল জানিয়েছে, ‘দাউদ ইব্রাহিমের মৃত্যুর সব খবর ভুয়া। আমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে এরকম কিছু হয়েছে? আপনারা যা শুনছেন তা সবই গুজব।’

এনডিটিভি জানিয়েছে, ৬১ বছর বয়সী দাউদ ইব্রাহিমকে ধরার জন্য ভারত অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক হামলার পরিকল্পনাকারী মনে করা হয় দাউদ ইব্রাহিমকে। ওই হামলায় ২৫৭ জন নিহত এবং ৭০০ বেশি মানুষ আহত হয়।
এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচার ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.