179814

আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না বিশ্বের এই ১০ জায়গায় (ভিডিও)

এই পৃথিবীতে অর্থ আর ক্ষমতা হলে আপনি প্রায় সব কিছুই করতে পারবেন। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে কোনভাবেই যেতে পারবেন না। সম্ভবত এসব জায়গার নাম আপনারা শুনে থাকবেন যেগুলো এই জন্য বিখ্যাত কারণ সেগুলো কঠিনভাবে সংরক্ষিত এলাকা। নিষিদ্ধ ও সংরক্ষিত জিনিসের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই একটু বেশিই আকর্ষণ কাজ করে। এমন দশটি স্থান নিয়েই এবারের আয়োজন।

 

 

 

 

১. ব্রাজিলের স্নেক আইল্যান্ড
ব্রাজিলের সাও পালো উপকূলের তীরে অবস্থিত ‘ইলহা দে কুয়েমাদা গ্রানডে’ পৃথিবীর অন্যতম সংরক্ষিত এলাকা যার অন্য নাম স্নেক আইল্যান্ড। পৃথিবীর একমাত্র এই জায়গাতেই গোল্ডেন ল্যান্সহেড সাপ পাওয়া যায়। যেগুলো পৃথিবীর সব থেকে বিষধর প্রজাতির সাপের অন্যতম। এই সাপের বিষ এতটাই ক্ষতিকারক যে এই সাপে একবার কামড় দিলে শরীরের মাংস ও টিস্যুতে পচন ধরে এবং তা আর ভাল হয় না। গোল্ডেন ল্যান্সহেড সাপ নিজেদের কামড়ে নিজেরাও বিপদগ্রস্থ হয়। নিজেদের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা দেয়া হলেও এদের মৃত্যুর হার ৩ শতাংশ। আর চিকিৎসা ছাড়া এ হার ৭ শতাংশ। এজন্য ব্রাজিলিয়ান সরকার এ্ই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে।
২. কেনটাকির নক্স দুর্গ
যুক্তরাষ্ট্রের নিজস্ব সোনার বার এবং অন্যান্য মূল্যবান জিনিসের মজুদ থাকে কেনটাকির নক্স দুর্গের ভেতরে যে স্থানটিকে জাতীয় মূল্যবান ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। এই দুর্গ ঘিরে ত্রিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন আছে এবং একে ঘিরে সব সময় যুদ্ধ হেলিকপ্টার টহল দেয়। ২২ টন ওজনের বোমা বিস্ফোরণকে রুখে দিতে পারে এমন দরজা দিয়ে সুরক্ষিত দুর্গটি। এই জায়গাটি পৃথিবীর অন্যতম সংরক্ষিত স্থান।

৩. নরওয়ের স্বালবার্ড সিড ভল্ট
নরওয়ের সিড ভল্টে বিশ্বের নানা ধরনের ফসলের জিনের বৈচিত্র্যময় নমুনা মজুদ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জিন ব্যাংকের সংগ্রহ করা অসংখ্য স্যাম্পল এই অভেদ্য ভল্টে মজুদ রয়েছে। ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চলের নিচে পাতলা কঠিন পাথর দিয়ে তৈরি হয়েছে এই ভল্ট। যাতে পাওয়ার সাপ্লাই না থাকলেও বীজ জমাটবদ্ধ থাকে।
৪. ভ্যাটিক্যান সিটির দি ভ্যাটিক্যান লাইব্রেরি
ইতালির ভিতরে থাকা ছোট্ট দেশ ভ্যাটিকান সিটির দি ভ্যাটিক্যান লাইব্রেরিকে পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে গোপন লাইব্রেরি হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়ে থাকে, এই লাইব্রেরির মধ্যে এমন সব পুরাতন ও প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে যে বর্তমান পৃথিবীর মানুষ সে সম্পর্কে খুব কম ধারণা রাখে। এখানে প্রাচীন মায়া সভ্যতার সময়কার বেশ কিছু অমূল্য নথি রয়েছে যেগুলো পৃথিবীর সাথে এলিয়েনদের যোগাযোগের প্রমাণ বহন করে। এই লাইব্রেরি এবং এর ভল্টে প্রবেশের অধিকার খুবই সীমাবদ্ধ ও সংরক্ষিত।

৫. গুগলের ডাটা সেন্টার
পৃথিবীতে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য-উপাত্ত গুগলের ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। আপনি যখন কোনো তথ্য, ছবি বা ভিডিও গুগলের যেকোন সার্ভিসে আপলোড করেন, তা সাথে সাথে গুগলের ডাটা সেন্টারে গিয়ে জমা হয়। কয়েকটি ফুটবল মাঠের জায়গা নিয়ে অবস্থিত এসব ডাটা সেন্টার। পৃথিবীর অন্যতম সংরক্ষিত স্থান এসব ডাটা সেন্টার। এখানে প্রবেশাধিকার কঠোরভাবে সংরক্ষিত।
৬. নেভাদার ৫১ অঞ্চল
এটি পৃথিবীর অন্যতম সুরক্ষিত এবং গোপন স্থান। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই জায়গার অস্তিত্ব স্বীকারই করা হয়নি। বলা হয়ে থাকে যে এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র, বোমা এবং এয়ারক্রাফট পরীক্ষার জন্য একটি আর এন্ড ডি বেস। কিন্তু ভিতরের খবর হচ্ছে, এখানে তারা গোপনে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করে।
৭. অস্ট্রেলিয়ার পাইন গ্যাপ
এটি অস্ট্রেলিয়ার এরিয়া ৫১ অঞ্চল। অঞ্চলটি অস্ট্রেলিয়া সরকার এবং সিআইএর দ্বারা পরিচালিত হয়। এটিই দেশটির একমাত্র নো ফ্লাই জোন। বলা হয়ে থাকে এখানে ড্রোন প্রযুক্তিসহ নানা ধরনের মূল্যবান গবেষণা হয়ে থাকে।

৮. ফ্রান্সের লাসকো গুহা
এই গুহার ভিতরে ১৭ হাজার বছরের পুরাতন চিত্র রয়েছে। গুহার ভিতরের দারুণ ভৌগোলিক অঞ্চল ও প্রাণী সদৃশ এই চিত্রসমূহ মানুষের আঁকা। এই চিত্রগুলো রক্ষা করতে ১৯৬৩ সাল থেকে ফ্রান্স এই গুহাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করে যাবতীয় দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করে।

৯. রাশিয়ার মেজগরি
রাশিয়ার দক্ষিণের উড়াল পর্বতমালার ইয়ামানতাও পর্বতের উফা অঞ্চলের ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পরিত্যক্ত শহর মেজগরি। বর্তমানে এটি রুশ সেনাবাহিনীর দুটি পদাতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে তারা গোপন পারমাণবিক মিসাইল বেস তৈরি করেছে বলে জানা যায়। পারমাণবিক যুদ্ধ শুরু হলে এখান থেকে পৃথিবীর যেকোনো স্থানকে লক্ষ্য করে পারমাণবিক হামলা করতে পারবে রাশিয়া।

১০. কোকাকোলার ভল্ট
কোকাকোলার স্বাদ কোনো ভাবেই পরিবর্তিত হতে দেয়া যায় না। তাই কোকাকোলা তৈরির গোপন প্রণালী উচ্চ প্রযুক্তি দিয়ে নির্মিত ভল্টে সংরক্ষণ করা আছে। কিছু মুষ্ঠিমেয় লোক সেখানে প্রবেশ করতে পারে।

 

 

পাঠকের মতামত

Comments are closed.