179794

পাঁচ অভ্যাস ধ্বংস করতে পারে ক্যারিয়ার

নূসরাত জাহান: আজকাল অনেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে এবং কাজ করতে আগ্রহী। এ অঞ্চলের লোকজনের প্রথম পছন্দ ইউরোপীয় ও পশ্চিমা দেশগুলো। সেখানে ব্যবস্থা করতে না পারলে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পছন্দের শীর্ষে দুবাই। তবে মজার ও আশ্চর্যের বিষয় হলো দুবাইয়ের প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী ও যারা চাকরি প্রার্থীদের বিষয়ে নিয়ম করেই খোঁজ খবর রাখে। অর্থাৎ তারা সামাজিক মাধ্যমে কতটা সরব, কি ধরেন পোস্ট দিচ্ছেন তা নিয়ে খোঁজ-খবর রাখে। কাজেই দুবাইয়ের কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সাবাধান। এক্ষেত্রে পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে হবে। না হলে দুবাইয়ে ক্যারিয়ার গড়তে পারেবন না।

১. দুবাইয়ের অনেক বহুজাতিক প্রতিষ্ঠান রয়েছে। তাই সেখানে কাজের সুযোগও অনেক। প্রত্যেক দেশেই কাজের ভিন্ন ভিন্ন নিয়ম থাকে। ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো পোস্ট দেওয়া যাবে না। কারণ নিজের দেশে যেসব কথা আপনি নির্দ্বিধায় বলতে পারবেন। দুবাইয়ে স্বাভাবিকভাবে বলতে পারবেন না। আর দুবাইয়ের মতো শহর যেখানে ইসলামিক অনুশাসন কঠোরভাবে মানা হয়।

২. দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের ও ধর্মের মানুষ বসবাস কের। দুবাইয়ের মোটামুটি সব কিছুই সহনীয় পর্যায়ে। আপনি যদি দুবাইয়ে থাকতে বা কাজ করতে চান তাহলে এর সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সেটা আপনাকে অনলাইন কার্যক্রমেই স্পষ্ট করতে হবে।

৩. অফিস, কাজ, সহকর্মীদের নিয়ে নানা ধরনের কথা সবাই বলে থাকে। এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে প্রতিষ্ঠানের অধিকর্তারা মনক্ষুণ্ন হতে পারেন। আর নিজের ক্যারিয়ারও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

৪. গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সরব উপস্থিতি জানান দিতে বেশিরভাগ মানুষই না বুঝে নানা বিষয় শেয়ার করে। যে বিষয়টি শেয়ার করছে তা সম্পর্কে যাচাই-বাছাই করে না। কাজেই কোনো পোস্ট শেয়ার করার আগে সাবধান হবে। কারণ অনেক সময় আপনার শেয়ার করা পোস্ট দিয়ে রাজনৈতিক, ধর্মীয় অবস্থানসহ নানা বিষয় ভুল বোঝাবুঝি হতে পারে।

৫. সামিাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সবকিছু পাবলিক না করে কিছু বিষয়ে পরিবার ও বন্ধুদের জন্য রাখা শ্রেয়।

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.