179663

বিনোদ খান্নার স্মৃতিচারণে শাবানা আজমী

রাজেশ খান্না পরবর্তী যুগে, সত্তরের দশকে বলিউড রোম্যান্টিকতা ছেড়ে ধীরে ধীরে অ্যাকশনের দিকে পা বাড়াচ্ছে সেই সময় অ্যাংরি ইয়ং ম্যান রূপে পর্দা কাপাচ্ছে অমিতাভ বচ্চন।তাকে তখন টেক্কা দিতে পরেন একমাত্র একজনই, তিনি হলেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম হিরো বিনোদ খান্না। সেই সময় সর্ব্বোচ্চ পারিশ্রমিকের নিরিখে তিনি ছিলেন দ্বিতীয়। তখন হিরোদের সিক্স প্যাক তো দূর শরীরচর্চার নেশাও লাগেনি।তেমনি সময় দাঁড়িয়ে বিনোদ খান্না নিজের পেশীবহুল সুদর্শন চেহারা এবংঅনবদ্য অভিনয়ে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন৷দশৃকদের উপহার দিয়েছেন ‘অমর আকবর অ্যান্টনী’, ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘খুন কা বদলা খুন’ এর মতো একের পর এক হিট ছবি।

শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করলেন ‘শক’ ৷ বিনোদ খান্নার স্মৃতিচারণে সেই ‘শক’ ছবির কথাই তুলে ধরলেন শাবানা আজমি ৷

শাবানা আজমি জানালেন, ‘তখন শক ছবির শ্যুটিং করছিলাম ৷ আমার আর বিনোদের মধ্যে একটা অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং চলছিল ৷ পুরো দৃশ্যটা শ্যুট করতে গিয়ে আমার অদ্ভুত লাগছিল ৷ সেটা বুঝতে পেরেছিল বিনোদ ৷ তারপর নিজেই দায়িত্ব নিল ৷ এমনভাবে দৃশ্যটা শ্যুট করল, যার থেকে আমার একেবারে জড়তা কেটে গেল ৷ ওই দিন আমি অভিনয়ের নতুন এক নিয়ম শিখলাম ৷ যা সম্ভব হয়েছিল বিনোদের জন্যই !’

শাবানার কথায়, ‘একটা সময় ছিল ৷ আমি বলিউডের মশালা ছবিতে অভিনয় করতে চাইতাম না ৷ সেই সময় অমর আকবর অ্যান্টনির কাস্টিং চলছে ৷ বিনোদ খান্নার কথাতেই আমাকে নেওয়া হয় সেই ছবিতে ৷ সে দিনগুলো ভোলা যায় না ৷ বিনোদ খান্নার মৃত্যুতে একটা জিনিস স্পষ্ট ৷ আমাদেরও দিন শেষ হয়ে আসছে !’

পাঠকের মতামত

Comments are closed.