179564

স্যোসাল মিডিয়ায় ভুয়া খবর, ছবি, ভিডিও ছড়ালেই সাজা

নূসরাত জাহান: ফেসবুক, টুইটার, ইনসটাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তামানে ব্যাপক হারর ভুয়া খবর, রূপান্তরিত ছবি ও ভিডিও এখন ভাইরাল হচ্ছে। যা জনমনে আতঙ্ক তৈরি করছে। ভুয়া খবর ও ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতেই দাবি জানিয়ে আসছে স্যোসাল মিডিয়া ব্যবকারকারীরা। এরই পরিপ্রেক্ষিতে ভারানসি কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াটঅ্যাপ ও ফেসবুকে কারো বিরুদ্ধে ভুয়া খবর ও ছবি ছড়ানোর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ মানুষের মতামত, ছবি ও ভিডিও শেয়ার করতেই স্যোসাল মিডিয়ার তৈরি করা হয়েছি। এর অপব্যবহার করতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খুব সহজেই ভুয়া খবর, ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া যায়। এ নিয়ে দিন দিন উদ্বেগ বেড়েই চলেছে। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গাও বাধিয়ে দিচ্ছে।

ভারানসির জেলা ম্যাজিস্ট্রেট যোগেশ্বর রাম মিশ্রা ও পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট নিতিন তিওয়ারি স্যোসাল মিডিয়ায় ভুয়া পোস্ট দেওয়া নিয়ে যৌথ অর্ডার ইস্যু করেছেন। এতে বলা হয়েছে, স্যোসাল মিডিয়ায় কেউ যদি ভুয়া পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে তাহলে ওই গ্রুপের অ্যাডমিন বা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা যাবে। স্যোসাল মিডিয়া ব্যবহার করে নানা অপকর্ম করছে এমন অনেক গ্রুপের নামই সংবাদপত্রে উঠে আসছে। আবার অনেক গ্রুপ পরিকল্পনা করে ভুয়া খবর ও ছবি দিয়ে অপপ্রচার চালিয়ে সমাজের উত্তেজনা ছড়াচ্ছে বলেও জানা যাচ্ছে। এগুলো খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

উদ্বেগজনক এ ইস্যু নিয়ে হোয়াটঅ্যাপ ও ফেসবুক কর্তৃপক্ষ, ব্যবহারকারীদের এ অর্ডারের বিষয়ে ভারত কর্তৃপক্ষ জানিয়েছে। এতে বলা হয়েছে, কোনো গ্রুপের সদস্যরা এমন কাজের সঙ্গে যুক্ত থাকলে ওই গ্রুপের অ্যাডমিনকে অব্যশই তার দায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন গ্রুপে যুক্ত করার আগে অ্যাডমিনকে অবশ্যই তাদের ব্যক্তিভাবে চিনতে হবে। কোনো গ্রুপের কোনো সদস্য দেওয়া ভুয়া খবরে যদি সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি হয় তাহলে ওই সদস্যকেই অব্যশই গ্রুপ থেকে বাদ দিতে হবে। ভারতে প্রায় ২০ কোটি মানুষ হোয়াটঅ্যপ ব্যবহার করে।

ওই অর্ডারে আরো বলা হয়েছে, স্যোসাল মিডিয়ায় ভুয়া কোনো পোস্ট পাওয়া গেলে তা নিকটবর্তী থানায় জানাতে বলা হয়েছে। যাতে করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। স্যোসাল মিডিয়ায় স্বাধীনভাবে মতামত প্রকাশ কার খুবই গুরুত্বপূর্ণ। তবে মতামত প্রকাশ করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে।

সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.