179558

এ আর রহমানের সিনেমার পোস্টার!

জামাল হোসেন: তাকে বলা হয় মাদ্রাজের মোৎজার্ট। সুর আর ছন্দের জাদুতে এরইমধ্যে পেয়েছেন দুটো অস্কার। অন্যসব পুরস্কার গুনে শেষ করা যাবে না। আর সেই সুর-জাদুকর যখন সিনেমা বানাতে যাচ্ছেন, সেটা একটা বড় খবর বটে। রিলিজের আগে তাই তার সিনেমার পোস্টার নিয়েই মিডিয়ায় হইচই।

ছবির নাম লে মাস্ক। সোজা বাংলায় যার মানে দাঁড়ায় কস্তুরি। মানে সুঘ্রাণ নিয়েই এ ছবির কাজ কারবার। বিষয়বস্তুও তাই। পোস্টারেই মিলছে প্রমাণ। লাল পোশাকে আচ্ছাদিত এক নারীকে দেখা যাচ্ছে ঘ্রাণের জগতে হারিয়ে যাচ্ছে।

তবে সাধারণ কোনো শর্ট ফিল্ম হতে যাচ্ছে না এটা। দেখতে হবে ভিআর ওরফে ভার্চুয়াল রিয়েলিটির যন্ত্রপাতি দিয়ে। আর তাই কোনো সিনেমা হল নয়, ছবিটা সবার আগে মুক্তি পাবে স্যামসাং ফোনে। ছবিটির প্রযোজকও স্যামসাং ভিআর। কদিন আগেই এ নিয়ে স্যামসাং ভিআর এর এক কর্তাব্যক্তি জ্যাকলিন কাওয়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছিলেন রহমান।

পোস্টারে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ফরাসি অভিনেত্রী নোরা আরনেজেদার। শ্যুটিং হয়েছে রোমে। জুলিয়েট নামের এক পিতৃহীন শিশুর গল্প নিয়ে এর কাহিনী। একদিন জুলিয়েট এক অচেনা লোকের কাছ থেকে চিঠি পায়। আর এর পরেই তার জীবনে আসে নতুন এক মোড়। ছবির গল্প, পরিচালনা তো বটেই, আর সঙ্গীত পরিচালনাও যে এ আর রহমান নিজে করবেন তা তো জানা কথা।

আরেকটা খবর হলো, এ ছবির ফাঁকে ফাঁকেই এ আর রহমান সুর করে চলেছেন দ্য মহাভারত পার্ট ১ ও ২ এবং রোবট-২ ছবির।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.